আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন কমিশন দলীয়করণ হয়ে গেছে : বি. চৌধুর

বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন দলীয়করণ হয়ে গেছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক বক্তব্য থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। এ কারণে এই সরকারের অধীনে আগামী নির্বাচন যে একতরফা হবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে।

রাজধানীর কাফরুলে গতকাল এক ইফতার-পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কাফরুল থানা বিকল্পধারা সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মনজুর রাশেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক স্থপতি মাহফুজুর রহমান প্রমুখ।

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, সরকার যদি এখনো সংযত না হয়, তাহলে ভবিষ্যতে দেশে অনির্বাচিত সরকার আসার আশঙ্কা বেড়েই যাবে। এতে গণতন্ত্রের সলিল সমাধি হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজ দলের সরকারের অধীনে নির্বাচন চান, যাতে তিনি এবং তার মন্ত্রীরা নির্বাচনের সময় সরকারি সুযোগ-সুবিধা পরিপূর্ণভাবে ভোগ করতে পারেন। আর এই লক্ষ্যে প্রশাসনকে ষোলআনা দলীয়করণের চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রীর ছেলে হয়তো এসব সম্ভাব্য তথ্যের ভিত্তিতেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের ঘোষণা দিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.