আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেজার হান্ট.... গুপ্তধন এর সন্ধান

আমার আমিকে খুঁজি

সাহসী ভাই ও বইনেরা, আপনারা যারা রোডিস দেইখা উদাস হইয়া হাত কচলাইতে কচলাইতে ভাবেন যদি আমগো দেশে এমন কিছু হইত তাইলে দেখাইয়া দিতাম..... যারা ফিয়ার ফ্যাক্টর দেইখা ওয়াক ওয়াক করেন তবুও দু্ই আঙ্গুলের চিপা দিয়া টিভি দেখতে থাকেন, যারা ভাবেন জীবন টা একদম ডাল... কোন এ্যডভেঞ্চার নাই, পাইনসা একটা জীবন লইয়া হা পিত্যেস করতাসেন... তাগো লাইগা চরম মজা, চরম আনন্দ, দিন শেষে পুরস্কার লইয়া আমরা হাজির। জিগান ক্যমনে ? উত্তর টা এক কথায় দেওন যাইব না। ব্যপক কথা কইয়া আপনাদের ডিসটার্ব ও করতে চাই না। ছুড কথায় কইতাছি। আমরা একটা রিয়েলিটি গেমস করতে যাইতেছি।

নাম দিছি ট্রেজার হান্ট। এইটা আগেও আমরা কয়েকবার করছি। এবারের প্রাইজ মানি অর্থ্যাৎ যারা শেষ পর্যন্ত গুপ্তধন উদ্ধার করতে পারবো তাগে লাইগা সেই গুপ্তধন এর সম পরিমান টাকা ১,০০,০০০ আছে। কি জিগাইলেন ? সিস্টেম? সিস্টেম জিগাইলে কিছুই না। অনেক ধরনের খেলা থাকব।

পাজল থাকব। পাজল মিলাইতে হইব। ফিজিকাল টাস্ক থাকব। এইটা হইতাছে মাগজ আর শইল্যের খেলা। একটা টাস্ক শেষ করতে পারলে পরের টাস্ক এর ক্লু পাইবেন।

সেই খানে গিয়া পরের টাস্ক করতে হইব। আরেকটা কথা ভাই ও বইনেরা। আপনাগো পেত্তেকের ৩ জন এর একটা টিম থাকব। আপনার টিম লইয়া এক লগেই সব করতে হইব। যে যত টাস্ক কমপ্লিট করতে পারবো তারাই পাইবো গুপ্তধন..... খেলা হইব তিন দিন।

ডিসেম্বর ২৭ থিকা ২৯ পর্যন্ত। প্রতিদিন সকাল থিকা সন্ধা পর্যন্ত। রেজিষ্ট্রেশন শুরু হইয়া গেছে... ২৫ তারিখ পর্যন্ত চলব। প্রতি টিম এর লাইগা ২,৫০০/- টাকা কইরা। আরো জানতে চান... তাইলে একটু নিচে কিলিক করেন... Click This Link যদি তাও মন না ভরে আরো পেচাইতে চাইলে গেজানোর লাইগা নিচের নাম্বারে ফোনাইয়েন... (মিস কল দিয়েন না আল্লার দোহাই) মৃদুল : ০১৯২২৪০৭৭৩৯


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.