আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেজার হান্ট !!!

স্বপ্ন দেখে যাই...

গল্পের বই পড়ার নেশায় ঠিক কবে থেকে আক্রান্ত তা মনে করা দুস্কর। বড় বড় ছবিওয়ালা ছোট গল্পের বই থেকেই শুরু, তারপর ধীরে ধীরে গল্পের দৈর্ঘ্য বাড়তে থাকল, সাথে আমার আরো বেশি পড়ার নেশাও পেয়ে বসল। নাহ আজকে আমার গল্প পড়ার গল্প বলব না। আজকে বলব গুপ্তধনের খোজে যাওয়ার ছোট্ট বেলার বড় ইচ্ছা পুরনের এখনকার চেস্টার কথা।আমার পড়া বিভিন্ন রক্ম বই এর তালিকায় অবধারিতভাবে একসময় ঢুকে পড়ল তিন গোয়েন্দা। কিশোর, মুসা আর রবিনের সাথে কত শত অলিগলি পার হয়ে বুদ্ধির খেলা দেখিয়ে রহস্য জয় করে করে কেটেছে কত কত দিন রাত। সময়ের সাথে আস্তে আস্তে তিন গোয়েন্দাদের থেকে দূরে চলে আসলেও মনের ভেতর লুকিয়ে ছিল রহস্য সমাধানের ইচ্ছা। আর এখানে সেখানে পাহারে জঙ্গলে ঘুরে ঘুরে এডভেঞ্চার এর ভুত ও ঘাড়ে চেপে বসেছে ভালই। তাই Treasure Hunt শব্দটা আমাকে আকর্ষন করে চুম্বকের মতই! এডভেঞ্চার আর রহস্যউদ্ধার এর চ্যালেঞ্জ একসাথে! যারা নিজেকে চ্যলেঞ্জ ছুড়তে চান, অংশগ্রহ্ন করতে পারেন ! - Treasure Hunt সংক্ষিপ্ত বিবরনঃ গুপ্তধনঃ ১০০০০০ টাকা মুল্যমানের রেজিস্ট্রেশনঃ ১২-২৫ ডিসেম্বর ইভেন্টঃ ২৭-২৯ ডিসেম্বর জরুরী যোগাযোগ- 0171651638 বিস্তারিতঃ http://escapade.com.bd/?cat=42

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.