আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেজার হান্ট

salehin.arshady@gmail.com

গুপ্তধন-ম্যাপ-ন্যাভিগেশন-জিপিএস-কোড-রহস্য-রোমাঞ্চ-প্রতিযোগিতা-ট্রেক-ট্রেইল-eeএড্রিনালিন-pporrzbekShn kShomotaপর্যবেক্ষন ক্ষমতা- টীম bilDingবিল্ডিং- ৪-৫বছর আগের কথা, তখন কলেজে পড়ি। তারুন্যের গরমে টগবগ থাকি সারাক্ষন। এএক্সএন চ্যানেল তখন নতুন নতুন ব্রডকাষ্ট শুরু করেছে। সব একশন টাইপ প্রোগ্রাম দেkhখাত সেখানে। প্রথম দিন এমেজিং রেস সিরিজ দেখার পর আমার রাতের ঘুম হারাম হয়ে গেল।

জীবন কতটা রোমাঞ্চকর হতে পারে, কতটা উপভোগ্য হতে পারে সিরিজ টা দেখার আগ পর্যন্ত এই সম্পর্কে আমার কোন ধারনাই ছিল না। বনে, পাহাড়ে, ঘিঞ্জি শহরের অলিতে-গলিতে,সাগরের বুকে- শারিরীক আর মানসিক সামর্থ্যের এক চূড়ান্ত পরীক্ষা। যত জরুরী কাজ হোক না কেন, এমেজিং রেস শুরু হলে আমি টিভির রিমোট হাত ছাড়া করতাম না। স্বপ্নে দেখতাম আমিও রেস করতেসি। আর শুধু আক্ষেপ করতাম.....ইশশশ এমন যদি বাংলাদেশে করা যেত।

এমন দিবা স্বপ্ন আমি হয়ত একাই দেখতাম না। আপনারা অনেকেই হয়ত দেখতেন। আমার মত দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটেয়ে থাকা এডভেঞ্চার প্রিয় মানুষ শুধু আক্ষেপই করে যেত। ============================================= কোন কিছু করার ইচ্ছা যদি প্রবল হয় তাহলে সেই স্বপ্ন পূরন করার হাজার হাজার পথ খুলে যায়। এতদিন যারা বিচ্ছিন্নভাবে স্বপ্ন দেখে যাচ্ছিলাম তারা প্রযুক্তির কল্যানে এক ছাদের নীচে চলে আসলাম।

এতদিন যেই স্বপ্নকে অবাস্তবভেবে আক্ষেপ আর আস্ফালন করছিলাম হঠাৎ করেই সেটা সম্ভব মনে হতে লাগল। একদল ভ্রমন প্রিয় মানুষ, যারা জীবনের প্রতিটা মুহূর্তে রোমাঞ্চ চায়, প্রকৃতির সাথে মিশে যেতে চায় তারা সবাই মিলে একটি গ্রুপ বানিয়ে ফেলল, scap Escapade eএতদিন যা আমাদের স্বপ্নে chilছিল আজ সেটাই বাস্তব। সবাই একসাথে চেষ্টা করলে আসলে কোন কিছুই অসম্ভব না। পরপর দু'বার সাফlloলতার সাথে আয়োজনের পর আবার এসে গেল ট্রেজার হান্ট- দি সিটি মেইজ (সিজন থ্রি) ছোট পরিসরে হলেও স্বপ্ন পূরনের প্রথম ধাপে আমরা পা রেখে দিয়েছি। কনসেপ্টঃ এটি একটি আউট ডোর ইভেন্ট।

তাদের জন্য যারা পছন্দ করেন প্রতিযোগিতা, নতুন কিছু জানতে আর শিখতে যাদের আগ্রহ সীমাহীন, শারীরিক-মানসিকভাবে যারা নিজেকে শারীরিক আর মানসিক সামর্থ্যকে যাচাই করে জীবনে রোমাঞ্চের স্বাদ নিতে চান। prtizOgপ্রতিযোগীদের কয়েকটি দলে ভাগ করে দেয়া হবে। এরপর শুরু হবে জিপিএস ন্যাভিগেসন এর উপর ভিত্তি করে গুপ্তধন খোঁজা। টীমkkকে জিপিএস এর সাহায্যে লোকেশন ট্রেক করে গুপ্তধনের কাছে পৌছেতে হবে। পথে পড়বে অনেক রোড ব্লক।

পরবর্তী জায়গার কোঅর্ডিনেসন পাওয়ার জন্য কিছু শারীরিক আর মানসিক টাষ্ক শেষ করতে হবে। ঢাকার কনক্রিটের এই জংগলে হারিয়ে যেতে না চাইলে আপনাকে হতে হবে সাহসী ও বুদ্ধিমান। এখানে সাহায্য করবে আপনার পর্যবেক্ষন ক্ষমতা ও ষষ্ঠ ইন্দ্রিয়.... এভাবেই জিপিএস দিয়ে ট্র্যাক করে এগুতে হবে সাথে থাকবে এমনই কিছু রোড ব্লক করতে হবে অনেক কিছুই এডভেঞ্চার কি ডাকছে আপনাকে?? তাহলে আর দেরী কেন?? ঝটপট নামিয়ে ফেলুন রেজিস্ট্রেশন ফর্ম। zrkhansঝাপিয়ে পড়ুন গুপ্তধনের জন্য.... নিয়মাবলী ও রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করুন- Click This Link রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৬-০৯-২০১০ থেকে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ০২-১০-২০১০।

রেজিস্ট্রেশন ফর্ম http ডাউন লোড করা যাবে এখান থেকে Click This Link ফর্ম পূরন করে পাঠিয়ে দিন নীচের ইমেইল আইডি তে। বিস্তারিত জানতে মেইল করতে পারেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.