ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ। মুসল্লিরা যাতে রোদ-বৃষ্টিতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য পুরো ময়দান শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এছাড়া বায়তুল মোকাররমে আরো চারটি ঈদ জামাত হবে।
মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি ঘুরে দেখার পর ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, “অন্য যে কোনো বছরের তুলনায় এবার ঈদগাহ ময়দানের অবস্থা ভালো। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ”
ঈদগাহ ময়দানের সার্বিক বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, হাই কোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠে দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট এলাকায় সামিয়ানা টানানো হয়েছে। একসঙ্গে প্রায় ৮৪ হাজার মানুষ সেখানে নামাজ আদায় করতে পারবেন।
এর মধ্যে ভিআইপি ও নারীদের জন্য আলাদা জায়গা সংরক্ষিত থাকবে।
এছাড়া ঈদগাহ ময়দানে একটি মোবাইল টয়লেট ও ৪০০ সিলিং ফ্যান থাকবে। একসঙ্গে ১৪০ জন লোক অজু করতে পারবে।
নিরাপত্তা
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে র্যাব ও পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ ও র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বৃহস্পতিবার সকালে ঈদগাহ ময়দানে এসে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, “জাতীয় ঈদগাহসহ রাজধানী ঢাকার প্রায় ৩০০ স্থানে ঈদ জামাত হবে। প্রতিটি স্থানেই আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ”
পুলিশ কমিশনার বলেন, প্রত্যেক ঈদে প্রায় ৫০ লাখ মানুষ রাজধানী ছেড়ে গ্রোমে যায়। ফলে ১০ থেকে ১৫ লাখ বাড়ি ঘর ঈদের ছুটিতে ফাঁকা থাকে। এ কারণে কেবল ঈদ নয়, পরের কয়েকদিনও রাজধানীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, “আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় জন্য আমরা প্রস্তুত। আশা করছি মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।