আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙনের প্রথম প্রহর

D:\wallpapers\animation\flydove.gif

বালুর ঢিবির ভেতর লুকিয়ে থাকা সিলিকারা যখন প্রথম বিক্ষোভ করেছিল, তখনি বুঝেছিলাম এখন ভাঙনের প্রথম প্রহর। শামুকের দেয়াল গুঁড়ো করে সমুদ্র দেখার আকুতিকে তাই আর ভয় পাইনা। আলোর রক্তক্ষরণ আর চাঁদের অত্যাচার নির্বিঘ্নে সয়ে যেতে পারি। খেয়ালের ভুলে হঠাৎ বাতাসের লোভের অসাবধানতায়, শরীরের দেয়াল বেয়ে উঠে আসে চতুর আবেগিক অক্টপাস সাপ। আমি তাকে জাপটে ধরে বলি, ঝাঁঝালো বিষের সংসারে তোকে আমন্ত্রণ।

চাক্রিক গতিতে দেখি বারবার ঘুরেফিরে আসে ভাঙনের প্রথম প্রহর। পাহাড়ি স্রোতের গতিপথে ক্ষয়িষ্ণু ক্লান্ত পাথর আমি - আমাকে সমুদ্রে ঠেলোনা। এরচেয়ে লুকিয়ে যাব কোমল মেঘেদের নরম শরীরে… তুমি বরং তোমার নিয়মে তারাখসা দেখ এবং আনন্দ পাও। আর জাতিগত ইলাস্টিক আমি গুটিয়ে নেই আমার ভিটেবাড়ি-বালুর সংসার। চারপাশে উঠে যাক আগেকার সাদাকালো সেই শামুক দেয়াল।

২০ অক্টোবর, ২০১০,মালিবাগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।