আমাদের কথা খুঁজে নিন

   

সচলায়তন: অবশেষে ভাঙনের গান



মধ্যবিত্ত মানসিকতার অপবাদের প্রতিবাদ হিসেবে সামহোয়্যারইন ব্লগ থেকে বিযুক্ত হয়ে কয়েকজন উচ্চমানসিকতার যুবক অথবা তরুণ নিজেদের পকেটের অর্থকড়ি দিয়ে দাঁড় করিয়েছিলো একটি বাংলা ব্লগ। নামসচলায়তন। নামেই যারে যায় চেনা। মধ্যবিত্ত মানসিকতার অচলায়তন ভাঙতেই বুঝি তাদের এই পদযাত্রা। সেই তুলনায় কবি সুমন রহমানের ভাষায় (প্রথম আলোতো প্রকাশিত।

) যদি সামহোয়্যারইন ব্লগ কুরুক্ষেত্র হয় আমি বলবো সচলায়তন আসলে কয়েকজন উচ্চাকাক্সক্ষী বালক রচিত একটি দূর্গ। এখানে সেই বালকদের পছন্দ আর মোসাহেব ছাড়া কেউ সচল হতে পারে না। দু-তিন দিনের ব্যবধানে দুজন ঘোষনা দিয়েছেন সচলায়তনের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবেন না। সেই দুজন অবশ্য আমাদের সামহোয়্যারইনেও আছেন। একজন ফারুক ওয়াসিফ অন্যজন মঞ্জুরুল হক।

আমাদের নুশেরা আপাও সচলায়তনে টিকতে না পেরে আমাদের এখানে চলে এসেছেন। কিছুদিন আগে আরিফ জেবতিকের একটি লেখায় পড়েছিলাম যে, একদিন কাগজের মালিক (জেবতিক যে পত্রিকায় চাকরি করতেন। ) এসে বললো, ”পত্রিকা চালাবো না। ” ব্যাস বন্ধ হয়ে গেল। সচলায়তনের মডারেটর হিমুও প্রায় একই কথা বলে বসলো, ‘’সচলাতন বন্ধ করে দেবো ভাবছি” ধরনের।

এই যে মানসিকতা তাহলে কী প্রয়োজন ছিলো আলাদা ব্লগের? এ তো জানা কথা যে ব্লগে হাজারো মানসিকতার মানুষ ভীড় করবে। সবার মন জোগানো কথা বলার মানসিকতা নাও থাকতে পারে। আরা নিজের রাজ্যে বাধ্য প্রজাদের মত সচলাতনের মডারেটররা তাদের ব্লগারদের তাদের মডারেশনের হাতে জিম্মি করে রেখেছেন। আর তাই নিয়ে এখন সচলায়তনে চলছে তুলকালাম কান্ড। অথচ যেই মধ্যবিত্ত মানসিকতার অপবাদকে বুড়ো আঙুল দেখানোর জন্য সামহোয়্যারইন ব্লগ থেকে বেরিয়ে গিয়ে নিজেরা স্বতন্ত্র ব্লগ চালু করেছিলো, সেই মধ্যবিত্ত মানসিকতা থেকে তাদের আর উত্তোরণ ঘটলো না।

প্রকৃতপক্ষে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের সার্টের নিচে ছেঁড়া আর ময়লাগেঞ্জি লুকিয়ে রাখতে। তা কিন্তু কোনো না কোনো ভাবে প্রকাশ হবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.