আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙনের সুর

saving the world by sleeping

গত হপ্তা থিকা খালি একই ধরনের স্বপ্ন দেখতাছি চারদিন আগে দেখলাম আমার একখান ঘড়ি ভাইঙ্গে গেছে তার পরদিন দেখি আমার চশমাখান ভাইঙ্গে গেছে । কে জানি স্বপ্নে ঐটার উপর বসছিল আমি চশমা ছাড়া কানা বাবা পুরা পরশু দিন দেখলাম আমি মোবাইল নিয়া দৌড়াইতেছি । হঠাৎ কইরা ঐটা গুলাবী রং ধারণ করল তারপরই ঐ অবস্থায় ভাইঙে চুরমুর । আমার অতি প্রিয় মুবাইল গতকাল দেখলাম একটা space shuttle আকাশে হঠাৎ কইরা ভাঙতে শুরু করল তারপর ভাঙতে ভাঙতে আমাদের বারান্দায় আছড়ায় পড়ল । দরজাটা পুরা শেষ এত ভাঙাভাঙি শুরু হইল কেন ?? এমনিতেই জীবনটা তেনা তেনা হয়ে আছে প্রিয় ব্লগবাসী, আমার লাগিয়ে একটু খাস দিলে দোয়া কইরেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।