saving the world by sleeping
গত হপ্তা থিকা খালি একই ধরনের স্বপ্ন দেখতাছি
চারদিন আগে দেখলাম আমার একখান ঘড়ি ভাইঙ্গে গেছে
তার পরদিন দেখি আমার চশমাখান ভাইঙ্গে গেছে ।
কে জানি স্বপ্নে ঐটার উপর বসছিল
আমি চশমা ছাড়া কানা বাবা পুরা
পরশু দিন দেখলাম আমি মোবাইল নিয়া দৌড়াইতেছি । হঠাৎ কইরা ঐটা গুলাবী রং ধারণ করল তারপরই ঐ অবস্থায় ভাইঙে চুরমুর ।
আমার অতি প্রিয় মুবাইল
গতকাল দেখলাম একটা space shuttle আকাশে হঠাৎ কইরা ভাঙতে শুরু করল
তারপর ভাঙতে ভাঙতে আমাদের বারান্দায় আছড়ায় পড়ল ।
দরজাটা পুরা শেষ
এত ভাঙাভাঙি শুরু হইল কেন ?? এমনিতেই জীবনটা তেনা তেনা হয়ে আছে
প্রিয় ব্লগবাসী, আমার লাগিয়ে একটু খাস দিলে দোয়া কইরেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।