কি লেখি না লেখি... ভেবে পাই না কূল।
ওদের বাসায় ঝামেলা হইছে। ওর আম্মু ওকে সন্দেহ করা শুরু করছে। ইভেন কুরআন শরিফ নিয়া প্রমিজ টাইপ ড্রামা-ও হয়ে গেছে। তবে ওর আম্মু এতো স্মার্ট যে এই ধরা খাওয়া শুধুই সময়ের বিষয় ছিল।
এখন কি করা যায়, কি করা যায় করতে করতে ঠিক করলাম ব্রেক কে বাদ হিন্দি মুভিটার মতো আমাদেরও ব্রক নেয়া দরকার। ওর আম্মুর চোখে ধুলো দেয়া আরকি। এক সপ্তাহ না দুই সপ্তাহ না আরও বেশি? এইটা আমার জন্য একটা চান্স যদি আমার জন্য ওর ভালোবাসা কতটুকু খাটি এইটা টেস্ট করতে চাই। ঠিক করলাম এক সপ্তাহ। কিন্ত দ্বিতীয় দিনই কথা হয়ে গেছে আনফর্চুনেটলি।
এখন দেখি বাকি দিনগুলা কেমন যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।