আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন ধরনের ব্লগীয় খেলা মনের দুঃখে রিপোস্ট

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

১. দুধভাত খেলা: কিছু খেলা তৈরি হয় যেগুলো অপেশাদার ব্লগাররা তৈরি করার চেষ্টা করেন, তারা নিজেদের ক্ষমতা সম্পর্কে অজ্ঞ থাকেন। তারা পরিশ্রমী থাকেন, তারা খেলতে থাকেন কিন্তু তারা জানেন না যে বাস্তবের মত দুধভাত প্লেয়ারদের মত তাদের কেউ গোনায় ধরে না। ২.রিভেঞ্জ খেলা: "তুই আমার বাড়া ভাতের কাছে ছাই আনতে গেলি কেন?" থেকে শুরু করে, "ডালে লবন কেন বেশি দিলি!" পর্যন্ত যাবতীয় ঘটনার রেষ ধরে যে সব খেলা হয়। ৩.বিদ্রোহ খেলা: কিছু খেলা হয় এমন যেখানে কোন ইস্যু না থাকলেও ইস্যু তৈরি করে বিদ্রোহ করা হয়। ৪.অনশন খেলা: বিদ্রোহ খেলা যখন চরমে পৌছায় তখন সেটা হয়ে যায় অনশন খেলা।

আমি এই মুহূর্তে ব্লগ থেকে ওয়াক আউট করলাম বা এই আমার শেষ লগ আউট বা আরেকবার লগইন করে সব লেখা ড্রাফট/ মুছে বিদায় জানাবো, এই সমস্ত ডায়ালগ থাকে এই খেলাতে। ৫.সাইয়্যা খেলা: কিছু লোক অন্যের চরিত্রের দোষ ধরতে ভালবাসেন আর তাই বিশেষ করে পুরুষ ব্লগারদের মধ্যে কেউ কেউ নারী নিক নিয়ে সুন্দর প্রোফাইল ছবি সংগ্রহ করে খেলার মাঠে নেমে পড়েন। কিভাবে অন্য পুরুষ ব্লগারকে ফাসানো যায়। ৬.বিশ্বকাপ খেলা: সাইয়া খেলা সবসময় দর্শক জনপ্রিয়তা পায় না। কিন্তু যখন পায় তখন সেটা হয়ে যায় বিশ্বকাপ খেলা।

উদাহরণ:স্ক্রিনশট খেলা। ৭.জীবন পাত্র উত্থলীয়া খেলা: যখন কেউ অত্যন্ত রকম আবেগ আপ্লুত হয়ে খেলায় নামেন। প্রনয় ঘটিত, সুখের দিন ছিলো, ভাবতেও কষ্ট লাগে এই খেলার বিভিন্ন মোড। ৮. রিভার্স খেলা: এই খেলার প্লেয়াররা যাকে টার্গেট করেন প্রথমে তার সাথে খাতির করেন। পরে টার্গেটকৃত ব্যক্তির দূর্বলতা খুজে তাকে নাজেহাল করার যে মজা তা এই প্লেয়াররা নেন।

৯. বোন বোন খেলা: শোন তুমি আমাকে বোন ডাকবে না, তুমি আমার বয়সে বড়। আবার এদেরই আপা/ বু/ আপ্পি/ আপু এসব ডেকে বোন বোন খেলা হয়ে থাকে। ১০. ভাই ভাই খেলা: ভাই ভাই খেলা আবার বোন বোন খেলার মত না। এখানে একজন ব্লগার আরেকজনকে খুবই শ্রদ্ধা করেন কিন্তু মুখফুটে বলে না একদিন তার বর্ষপূর্তি বা ১০০/৫০/ বিভিন্নতম পোস্টে বলেন, অমুক ভাই কে দেখে আমার বড়ভাই না থাকার কষ্ট টা চলে গেছে। ১১. ফ্যামিলি ফ্যামিলি খেলা: আজ একে চাচা তো কাল তাকে খালু পরশু আরেকজনকে নানী .... এসব খেলা হয়।

১২. জনসেবা খেলা: কিছু মানুষ নিজের শান্তির জন্য জনসেবামূলক কাজ করেন আর কিছু লোক দেখানোর জন্য করেন। ১৩. পলিটিক্যাল খেলা: এ ধরনের খেলায় বিভিন্ন দলের লোকেরা অংশগ্রহন করে থাকেন এবং এধরনের খেলা প্রায় বাস্তবের পলিটিক্যাল খেলার মত মনে হলেও বাস্তবে এ সমস্ত প্লেয়ারদের কোথাও খুব একটা দেখা যায় না। ১৪. রেসিডেন্ট খেলা: পলিটিক্যাল খেলায় এনারা অংশগ্রহন করেন না। এনারা সবসময় নিজেদের স্বার্থ নিয়ে গা বাচিয়ে মালিকপক্ষের কাছে সুবিধাজনক স্থানে থাকেন। শোনা যায় মালিকপক্ষও এনাদের কথায় উঠাবসা করেন।

১৬. কবি কবি খেলা: এই খেলায় উচুস্তরের লোকজন অংশগ্রহন করেন। ম্যাঙ্গো ব্লগারদের কোন স্থান নেই এ ধরনের খেলায়। কিছু ম্যাঙ্গো ব্লগার যদিও না বুঝে এই খেলায় অংশগ্রহন করতে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসেন। ১৭. শুভেচ্ছা খেলা: এ ধরনের খেলা বিভিন্ন অকেশানে দেখা যায়, ঈদ, পূজা, স্বাধীনতা দিবস, নতুন বছর, ভালবাসা দিবস সহ সব ধরনের উপলক্ষ্যে হয়ে থাকে। ১৮. সেলিব্রিটি খেলা: এনাদের খেলা সাধারণ ব্লগাররা খালি দেখেই যান আর মজা নেন।

সেলিব্রিটি খেলায় দোস্ত যখন দুশমন হবার প্রবণতা খুব বেশি। ১৯. ফর্মাল আড্ডা আড্ডা খেলা: এ ধরনের খেলাতে পুরানো ব্লগাররা অংশগ্রহন করে থাকেন। যারা পুরানো স্মৃতি হাতড়ে বেড়ান তাদের প্রায়ই আড্ডা দিতে চান আগের মত কিন্তু সেইদিন আর ফিরে আসে না। ফলাফল এই খেলাগুলো বোরিং হয়, দর্শক বিরক্ত হয়। ২০. ইনফর্মাল আড্ডা খেলা: এ ধরনের নতুন পুরানো সবধরনের ব্লগাররা অংশগ্রহন করলেও নতুনদের উপস্থিতি বেশি দেখা যায় এবং খেলা গুলো খুব বিনোদনমূলক যদি না ও হয় তবে ১৯ নং এর মত অতটা বোরিং হয় না।

২১. দাদাগিরি খেলা: "ওই এই পোস্ট দিছেন ক্যান, এই পোস্ট সামনের পাতায় দেয়ার কি দরকার!" এ ধরনের কমেন্ট করে নতুন ব্লগারদের সাথে দাদাগিরি খেলা করেন ব্লগের সদ্য নির্বাচিত নেতারা। ২২. ভাইবোন খেলা: অতিরিক্ত ভাইয়াটা আপুনি ডেকে খেলা হয়। অনেককে দেখা যায় এ ধরনের খেলা উপভোগ করেন আর অনেকেই বিরক্ত হন। ২৩. প্রেম প্রেম খেলা: ব্লগে আইডি দিয়ে রাখেন এমন কিছু ব্লগার যাতে তাকে বিপরীত পাশ থেকে খুজতে পারেন। (এখানে উল্লেখ্য ব্লগে আইডি দেয়া সবাইকে বোঝানো হয় নি) তারপর ব্লগে কখনওই এ বিষয়ে তারা কথা বলেন না।

কিন্তু তারা একে অপরকে উৎসর্গ করে পোস্ট দিতে থাকেন। ২৪. প্রেম বিরহ খেলা: প্রেম প্রেম খেলার পরই শুরু হয় প্রেম বিরহ খেলা একজন ছ্যাকা দেয় আরেকজন বলেন আমার অপরাধটা কি ছিল! ও পাষাণী বলে যাও কেন ভালবাসো নি....মুছে দিয়ে যাও তুমি এ দুচোখের পানি..... এভাবেই চলতে থাকে..... একরকম নিরুপায় হয়েই এই পোস্টটা দিলাম আবার রিভার্স খেলার সংজ্ঞা জানতে চাওয়ায় এক ভাই বাংলাদেশী হিসেবে আমাকে সমবেদনা না দেখিয়ে ব্লক করে দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.