কি আর লিখব..............................
সমুদ্রতীরে মাছ ধরছেন এক দম্পতি ।
স্বামীর বঁড়শিতে টোপ গিলল এক বিশাল স্যামন মাছ ।
কিন্তু হুইল গুটিয়ে সেটাকে তীরে আনার আগেই সুতো-মাছ সব জড়িয়ে গেল সমুদ্র শৈবালের স্তুপে ।
স্বামী চিৎকার করে স্ত্রীকে বললেন :
ওগো জলদি কর ! ঝাঁপ দাও !
সাঁতরে চলে যাও ওই শ্যাওলাগুলোর কাছে !
ডুব দিয়ে সুতোটা ছাড়াও ।
নইলে হাঙরগুলো মাছটাকে টুকরো টুকরো করে ফেলবে !
ছোট্ট টোকন বাড়ির সবার সঙ্গে বসে ক্রিকেট খেলা দেখছে।
এক একটা ব্যাটসম্যান আউট হয় আর সবাই আউট আউট বলে চিৎকার করে ওঠে।
একটা সময় ও আপুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপু, আউট কয় ধরণের?
: ৬ ধরণের।
বোল্ড আউট,
ক্যাচ আউট,
রান আউট,
হিট উইকেট,
স্ট্যাম্পড আর
এলবিডব্লিউ।
সঙ্গে সঙ্গে টোকন বলে উঠলো আচ্ছা আপু,
তুমি নট আউটের কথাটা বললে না কেন?
ইতিহাস শিক্ষক: তোমরা সবাই জানো, শের শাহ ‘ঘোড়ার ডাকের’ প্রচলন করেন।
ছাত্ররা (অবাক হয়ে): এর আগে কি তাহলে ঘোড়া ডাকতে পারতো না, স্যার?
(সংগৃহিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।