djgjdkg
একদিন নন্দলাল তার গাড়িটি ঠেলেঠুলে
রাস্তা থেকে নিচে নামিয়ে দাঁড়িয়ে আছে।
পাশে একটা সাইনবোর্ডে ইংরেজিতে লেখা,
‘নন্দলাল ইজ জাস্ট স্ট্যান্ডিং দেয়ার। ’
ঠিক ওই পথ ধরেই যাচ্ছিল হীরালাল।
নন্দলালের এ অবস্থা দেখে তো হীরালাল অবাক।
হীরালাল নন্দলালকে জিজ্ঞেস করল,
‘রাস্তা থেকে নেমে তুমি কী করছ এখানে?’
নন্দলাল বলল,
‘এবার আমি নোবেল পুরস্কার জেতার চেষ্টা করছি।
তুমি বিরক্ত কোরো না তো!
যাও এখন। ’
হীরালাল বলল,
‘কিন্তু সেটা কীভাবে?
তুমি তো দেখছি এক সাইনবোর্ড লাগিয়ে ঠায় দাঁড়িয়ে আছ। ’
নন্দলাল বলল,
‘বোকার মতো কথা বলো কেন।
তুমি জানো না যারা নিজ নিজ ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং,
তারাই কেবল নোবেল পায়।
তাই তো আমি আউটস্ট্যান্ডিং হয়েই দাঁড়িয়ে আছি।
এই যাহ্, তোমাকে বুদ্ধিটা দিয়ে তো ভুলই করে ফেললাম মনে হয়। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।