মুক্ত মন, মুক্ত িচন্তা, মুক্ত মতামত
-
(নোয়াখালীবাসীদের নিকট ক্ষমা প্রার্থনা পূর্বক)
# নোয়াখালীর এক ভদ্রলোক গেছে টিভি কিনতে ইলেকট্রনিকসের দোকানে। সামানের শোকেসের টিভিটা উনার ভীষন পছন্দ হয়েছে।
- অ কাগু, এই টিবিটার দাম কত?
- আমি নোয়াখালীর লোকের নিকট টিভি বেঁচি না, দোকানদারের উত্তর।
দোকানদারের কথা শুনে ভদ্রলোকের প্রচন্ড রাগ হয়। তিনি পরদিন আবার গেলেন দোকানে ভিন্ন বেশে-
- ও মুন, ঐ টিভিটা বেচঁবানি।
- না, আমি আমি নোয়াখালীর লোকের নিকট টিভি বেঁচি না, দোকানদারের সোজা উত্তর।
ভদ্রলোকের জেদ চেপে যায়, তিনি পরদিন আবার যান দোকানে এবার আরও নিখুত ছদ্মবেশে-
- অ, বদ্দা, টিভি ইবার দাম কত? ভদ্রলোক চট্টগ্রামের ভাষায় জিজ্ঞেস করে।
- না ভাই, আমি নোয়াখালীর লোকের নিকট টিভি বেঁচি না, দোকানদারের উত্তর।
এবারতো ভদ্রলোক প্রচন্ড রেগে যান। তিনি মনে মনে শফথ নেন যেভাবেই হোক এই টিভিটাই উনি কিনবেন।
পরদিন একদম বোরকা পড়ে মেয়েলি কন্ঠে শুদ্ধ ভাষায় দোকানদারকে জিজ্ঞেস করেন-
- ভাই এই টিভিটার মূল্য কত?
-আমি নোয়াখালীর লোকের নিকট টিভি বেঁচি না, দোকানদারের আবারো একই কথা।
এবার ভদ্রলোক আর ধৈর্য রাখতে পারেন না। তিনি চেঁচিয়ে উঠেন
- আরে মিয়া, আন্নে বার বার কি করে বুঝেন আঁই নোয়াখাইল্ল্যা ?
- একমাত্র নোয়াখালীর লোকেরাই ওভেনকে টিভি মনে করে কিনতে চায়।
# আমেরিকায় লাই ডিক্টেটর মেশিনের সামনে বিভিন্ন দেশের কয়েকজন লোকের সাথে আমাদের নোয়াখালীর কাগু মুতাব্বীর। এই মেশিনের কাঁটা মিথ্যা নিরুপন করে।
প্রথমে মেশিনে উঠলেন এক আমেরিকান ব্যাক্তি
- আমি একজন আমেরিকান, আমি আমার দেশকে অনেক ভালবাসি।
মেশিনের কাঁটা স্থির।
তারপর একজন ভারতীয়-
- আমি একজন ভারতীয় ভদ্রলোক, আমিও আমার দেশেকে অনেক ভালবাসি।
মেশিনের কাটাঁ সামান্য লাল ঘরের দিকে এগিয়ে যায়। বুঝা যায় ভদ্রলোক কিঞ্চিত মিথ্যে বলেছেন।
তারপর একজন পাকিস্তানী-
আমি একজন পাকিস্তানী ভদ্রলোক, আমিও আমার দেশকে অনেক ভালবাসি।
মেশিনের কাটাঁ বেশ খানিকটা লাল ঘরের দিকে এগিয়ে যায়। বুঝা যায় তিনি অনেকখানি মিথ্যেবাদী।
এবার আমাদের মুতাব্বীর কাগু-
আঁই উগ্গা নোয়াখাইল্ল্যা ভদ্রলোক...... বলার সাথে সাথেই বিকট শব্দে মেশিনের দফারফা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।