আমাদের কথা খুঁজে নিন

   

পারভেজ সাজ্জাদ থেকে পারভেজ 'খান' এ রুপান্তর



Click This Link কিং খান লাইভ শুরু Fri, Dec 10th, 2010 6:58 pm BdST Dial 2000 from your GP mobile for latest news ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে 'কিং খান লাইভ ইন ঢাকা' কনসার্ট। শুক্রবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে স্টেডিয়াম ভর্তি দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে এ কনসার্ট শুরু হয়। দেবাশীষ বিশ্বাস ও প্রান্ত চৌধুরীর উপস্থাপনায় এবং বাংলাদেশের শিল্পী পারভেজ খানের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর আগে বলিউড তারকা শাহরুখ খান বিকেলে আর্মি স্টেডিয়ামে গিয়ে তার সঙ্গীদের নিয়ে মহড়া শেষ করেন। সন্ধ্যায় তিনি মূল অনুষ্ঠানে যোগ দেন।

বিকাল ৫ টায় 'কিং খান লাইভ ইন ঢাকা' শিরোনামের এই কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে শুরু হয়। এই কনসার্ট উপভোগ করার জন্য আর্মি স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কনসার্টে অংশ নিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি বিশেষ বিমানে করে দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী গৌরী খান ও দুই সন্তান আরিয়ান ও সুহানা। আর্মি স্টেডিয়াম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আমিনূর রহমান রাসেল জানান, শাহরুখের অনুষ্ঠান দেখার জন্য বিকেল থেকেই স্টেডিয়ামে দর্শণার্থীদের ঢল নামে।

অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত সময় বিকাল ৫টা পেরিয়ে গেলেও বহু দর্শণার্থী স্টেডিয়ামে আসছিলেন। আর্মি স্টেডিয়ামের সামনে বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মীরা হিমসিম খাচ্ছেন। অন্তর শোবিজ আয়োজিত ওই কনসার্ট বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি স�প্রচার করছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টা ৩৫ মিনিটে শাহরুখ খান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এসে পৌঁছান।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এ এস এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহরুখ খান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে করে স্টেডিয়ামের উদ্দেশে রওনা করেন। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহরুখ খান এখন আর্মি স্টেডিয়ামের কনসার্টের স্টেজ রিহার্সেলে অংশ নিচ্ছেন। " তিনি জানান, এ কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই রানী মুখার্জী ও অর্জুন রামপালসহ একটি অগ্রগামী দল ঢাকায় পৌঁছায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরআর/কেটি/এজে/কেএমএস/১৭৪১ ঘ. WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 'কিং খান লাইভ ইন ঢাকা' তে পারভেজ সাজ্জাদ এর পারফরম করার কথা ছিল । স্টেইজ়ে পারভেজ সাজ্জাদ ই পারফর্ম করছিলেন , কিন্তূ স্টেইজ়ে থেকে নামার পর পারভেজ সাজ্জাদ হয়ে গেলেন পারভেজ খান ।

কিছুক্ষণ পর হয়তো শুনতে হবে রহমান সাহেব (৫৭) 'কিং খান লাইভ ইন ঢাকা' কনসার্টটি উপভোগ করে রাত ১১:৫৯ মিনিটে নিজের নাম পরিবর্তন করে 'খান ' সাহেবে রুপান্তরিত হয়েছেন্‌... অপরের সংস্কৃতি অনুসরন করতে করতে আমাদের অবস্থা এমন হয়েছে এখন আমরা নিজের নাম টা কেউ এখন পরিবর্তন করতে কুণ্ঠা বোধ করি না । এর চেয়ে লজ্জাস্কর আর কি হতে পারে ? কিং খান লাইভ শুরু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.