অকস্মাৎ হৃদযন্ত্রের জটিলতায় পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে রাওয়ালপিন্ডিতে সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের শুনানির জন্য বিশেষ আদালতে নেয়া হচ্ছিল। কিন্তু পথে তিনি হৃদযন্ত্রের অসুস্থতায় আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় রাওয়ালপিন্ডিতে অবস্থিত আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে।
বিশেষ ওই আদালতকে এ বিষয়টি জানান নিরাপত্তা বিষয়ক ডিআইজি জান মোহাম্মদ।
এ খবর পাওয়ার পরই বিচারক ওই আদালতের শুনানি বিকাল ৪টা পর্যন্ত মুলতবি করেন। পরে পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত দেয়ার কথা।
এদিকে, পারভেজ মোশাররফকে হাসপাতালে নেয়ার পর আদালত বলেছে অন্য বিচারকদের সঙ্গে আলোচনা করে স্থানীয় সময় বিকাল ৪টার মধ্যে যেকোন একটি অর্ডার প্রকাশ করবেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার শুনানি শুরু হয়েছে গতকাল কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। তিনি যে খামারবাড়িতে থাকেন সেখান থেকে আদালত পর্যন্ত নেয়া হয় এই নিরাপত্তা ব্যবস্থা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।