বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
কোথায় যাবে পারভেজ এখন? বাপ রে বাপ, কি দাপট! কি তার গলাবাজি! কোথায় গেল সব? কোথায় গেল সব অহংকার? একটা দেশের পুরো রাজনৈতিক অঙ্গনকে ধুলিষ্সাৎ করে দিয়ে কি তার আস্ফালন! সেনাবাহিনীর উর্দি পরে রাষ্ট্রের শাসক। ফলশ্রুতিতে পুরো দেশে খাদ্যের অভাব। অর্থনৈতিক ধস। রাজনৈতিক নেতাদের গরাদে প্রেরণ।
হাজার হাজার নিরীহ মানুষের জান কবজ। বেনজীর ভুট্টোকে হত্যা। অতঃপর নির্বাচন। আবারো রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা। জনগনের পূর্ণ বিজয়।
এই মহা প্রতাপশালী পারভেজ মোশারভ এখন দুর্বল হয়ে পড়েছে। এখন তার কোন দাম নেই। কেউ তাকে কোন অনুষ্ঠানে ডাকে না। আর ভবিষ্যতে যেকোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে না ডাকার জন্য সবাইকে রিকুয়েষ্ট করা হয়েছে। আহা কি শাস্তি! কি কষ্ট! কি মানসিক যন্ত্রনা! সিংহের গর্জন থাকলেও সেই গর্জনের আর কোন দামই নেই এখন।
অথচ এই পারভেজই একসময় প্রধান বিচারপতিকে অকার্যকর ঘোষনা করেছিল আর এখন সবাই মিলে তাকেই অকার্যকর হিসেবে ঘোষনা করেছে। এখন মোশারভকে জানিয়ে দেয়া হয়েছে সে যদি পদত্যাগ করে তবে তাকে ভালো ভাবে দেশ ত্যাগ করার সুযোগ দেয়া হবে। নইলে ভাগ্যে আরো খারাপ অবস্থা আছে।
ভগবানের লীলাখেলা বোঝা বড় দায়। এমন দজ্জাল শাসকদের শিক্ষা নেওয়া উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।