আমাদের কথা খুঁজে নিন

   

পারভেজ গুম নিয়ে আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া পারভেজ গুমের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ।

আজ বিকেলে পারভেজ গুমের প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যুবলীগ নেতা পারভেজ গুম মামলার আসামীদের গ্রেফতার করতে হবে। এছড়া পারভেজ গুমের মামলায় আসামীদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবি করে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির সংবাদ সম্মেলন করার পর সংগঠনে তীব্র সমালোচনার ঝড় উঠে।

ওই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের গুরুত্বপূর্ন পদে থেকে যুবলীগ নেতা কাদির যুবলীগের প্যাড ও ব্যানার ব্যবহার করে যুবলীগ নেতার গুম মামলার আসামী শওকত হাসেম শকু ও মাহবুবউল্লাহ তপনের মুক্তি দাবি করায় ক্ষোভে ফেটে পড়ে নেতা কর্মীরা।

জানা গেছে, গত বছরের ৬ জুলাই নারায়ণগঞ্জ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশানা সম্পাদক পারভেজ গুম হওয়ার পর আর কোন হদিস মেলেনি। ওই বছরের ১৩ সেপ্টেম্বর পারভেজের স্ত্রী খুরশীদ জাহান সোহানা বাদি হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবু হাসনাত মো: শহীদ বাদল, আনিসুর রহমান দিপু, চন্দন শীল, সাইফুল্লাহ বাদল, শাহ নিজাম, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, শাহাদাৎ হোসেন সাজনু, ইসরাত জাহান স্মৃতি, ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি ও সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.