পাকিস্তানের একটি বেসামরিক আদালত সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন করেছেন । বলা হচ্ছে, দেশটির এই প্রথম কোনো সেনাপ্রধান এ ধরনের বিচারের মুখোমুখি হচ্ছেন।
মোশাররফের বিরুদ্ধে অবৈধভাবে সংবিধান স্থগিত করা এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির অভিযোগ রয়েছে।
তবে, নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সবসময়ই মোশাররফ অস্বীকার করেছেন এবং তিনি দাবি করে আসছেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আইনজীবীরা বলছেন, দোষী সাব্যস্ত হলে সাবেক এ সামরিক শাসকের মৃত্যুদণ্ড হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।