আমাদের কথা খুঁজে নিন

   

অদম্য ইচ্ছেগুলি

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
ইচ্ছে হয় গাংচিল হয়ে ছুঁয়ে আসি মেঘগুলো , যেখানে সূর্য়ের সাথে খেলা করে বর্ষাবিন্দু , ঠিক সেখানে । ইচ্ছে করে , কাদামাটির পুতুল বানাতে ইচ্ছে করে অর্থহীন ঘাসের ডগা চিবুতে ; কোন কিশোরীর দিকে আড়চোখে তাকাতে - যদি সে দেখে ফেলে ? ইচ্ছে করে , সবগুলো মার্বেল জিতে রাস্তার মাঝখানে রাজার মত পকেট দেখাতে । ইচ্ছে করে ঘুম ঘুম চোখে ভোর দেখতে , মাঠের মাঝখান দিয়ে , দুহাত ছড়িয়ে ভোঁ দৌড়ে সবাইকে হারিয়ে দিতে , ইচ্ছে করে , ভেঙে যাওয়া ফুলদানির টুকরোগুলো সযতনে লাগিয়ে রাখতে , কাঁচের চুড়ি বসিয়ে আপেল আঁকাতে অথবা পোষা টিয়াকে নাম শেখাতে । ইচ্ছে করে ঘুড়ি কাটতে , কাদায় একাকার হয়ে ফুটবল শানাতে কখনো চোর কখনো পুলিশ হয়ে লুকিয়ে পড়তে , ইচ্ছে করে বেলুন ফুলোতে যতক্ষণ না সে ফেটে যায় - কখনো ইচ্ছে হয় লুডুর বোর্ডের বড় সাপটাকে আবার খুন করতে , কেন সে আমাকে গ্রাস করে বারবার ? যেভাবে আমাদের সুখগুলো গ্রাস করেছে সময় । উৎসর্গ : প্রিয় বন্ধু ইলা (যার মাথার সবগুলো স্ত্রু ঢিলা )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.