হলিউডের নামি অভিনেতা ও অস্কারজয়ী নির্মাতা ক্লিন্ট ইস্টউডের বয়স এখন ৮২। বেঁচে থাকলে অন্তত আরও দুই দশক ছবি বানিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি।
জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়েও অদম্য অস্কারজয়ী এ নির্মাতা। সম্প্রতি ১০৫ বছর বয়সেও ছবি বানানোর ইচ্ছে প্রকাশ করেছেন বর্ষীয়ান এ নির্মাতা, অভিনেতা ও রাজনীতিবিদ।
সম্প্রতি অনুষ্ঠিত ট্রাইবেকা চলচ্চিত্র উত্সবে এমন ইচ্ছের কথা জানিয়েছেন ইস্টউড।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘১০৫ বছর বয়সে পৌঁছেও যদি আমি চলচ্চিত্র বানাতে পারি তবে তা দারুণ হবে। এটাই আমার জীবনের শেষ চাওয়া এবং এ নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। ’ এক খবরে জানিয়েছে অ্যাকসেস হলিউড।
নিজের এমন ইচ্ছের অনুপ্রেরণা হিসেবে ইস্টউড উল্লেখ করেছেন ১০৪ বছর বয়সী পর্তুগিজ চলচ্চিত্র নির্মাতা ম্যানুয়েল ডি অলিভেরা’র নাম। অলিভেরাকে অনেক শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন ‘মিলিয়ন ডলার বেবি’ ছবির নির্মাতা ইস্টউড।
ট্রাইবেকা চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ইস্টউড ডিরেক্টস: দ্য আনটোল্ড স্টোরি বাই রিচার্ড শিকেল’। ইস্টউড পরিচালিত চলচ্চিত্র, তাঁর চলচ্চিত্র নির্মাণের ধরনসহ তাঁর সঙ্গে কাজ করেছেন এমন বেশ কয়েকজনের সাক্ষাত্কারের সমন্বয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। প্রদর্শনী শেষে ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত মার্কিন নির্মাতা ড্যারেন অ্যরোনফস্কির সঙ্গে সংলাপে অংশ নেন ইস্টউড। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।