... আমি সব দেখেশুনে খেপে গিয়ে বলি বাংলায় 'ধুর-বাল'।
এতো সুন্দর একটা বৃষ্টিস্নাত শীতের সকাল আজ! তাই আজ আর অফিস যেতে ইচ্ছে হলো না। ঘুম ভাঙার পরও কিছুক্ষণ লেপের নিচে আরাম করে শুয়ে রইলাম, ইচ্ছে মতো লেপের ওম সহকারে গড়াগড়ি খেলাম। তারপর মায়ের হাতের এক কাপ চা, এলাচ-দারুচিনি-লবঙ্গ দিয়ে বানানো গরম গরম মসলা চা... আহ, অমৃত নিশ্চয়ই এমন স্বাদের হয়!
এরপর বাসার নিচের হোটেলে ফোন করে গরম পরোটা, ডাল-ভাজি আনালাম। গরুর মাংসভুনাতো ফ্রিজে ছিলই, সব কিছু মিলিয়ে জম্পেস একটা নাস্তা হলো... মনে মনে ভাবি, 'জীবন এত সোন্দর কেনে?'
অফিস যেহেতু গেলামই না, ভাবলাম তাহলে আরেক কাপ চা হয়ে যাক। চায়ের কাপটা হাতে নিয়ে কাপের গরম পোহাতে পোহাতে দৈনিক পত্রিকায় একটু চোখ বুলানো, ইচ্ছে করে সুরুৎ সুরুৎ শব্দে চায়ে চুমুক... কিছুক্ষণ টিভিতে বিভিন্ন চ্যানেলে খবর দেখার নাম করে সুন্দরী সংবাদ পাঠিকা দর্শন... কম্পিউটারটা ছেড়ে ফেসবুক নামক ফাঁসবুক-এ একটু সামাজিকতা করার অপচেষ্টা, বন্ধুদের সাথে প্যাঁচাল, ক্যাঁচাল আর ভেজাল লাগানো... আহ, কি শান্তি!!!
তারপর? তারপর হঠাৎই স্বপ্নভঙ্গ... আজকে সকালে ঘুম ভেঙে দেখি আমি অফিসে! একদম বেড়ালভেজা... সামনে বস দাঁড়িয়ে, "বৃষ্টি হয়েছে বলে কি সময়মতো অফিসে আসা যায় না???"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।