আমাদের কথা খুঁজে নিন

   

হাসিব, Baনchi,তুলি............৫


এটা Baনchi। মজার কিছু ঘটনা: ১। ছোট বেলা থেকেই হাসিবের গোফ কেটে দেওয়া হত, কারণ দাদাকে ভাইয়া কাঁচি দিয়ে গোফ কাটতে দেখত। ২। আমাদের জন্য চাচু খাবার কিছু আনলে হাসিবের জন্যও আনতে হত।

আমরা ওকে আইসক্রিমও খেতে দিতাম। ৩। রাতে যখন বুবু এসে বলত " লও বউ কিছু খাই", বিছানা থেকে সবার আগে হাসিব লাফ দিত । এর মানে আটটা বাজে। ৪।

হাসিবের দেখাদেখি আমরা খাটে উঠতাম লাফ দিয়ে। ৫। আমরা সবাই মিলে পেপার পড়ার সময় ওকেও এক পাতা দেওয়া হত যেটাতে ও বসে থাকত। ৬। অনেকেই আমাদের ঘরে বসেত চাইত না, কারণ অনেক সময় হাসিব এসে গা ঘসে দিত।

৭। আব্বু শীতের দিনে হাসিবকে পুরান একটা জ্যাকেটে রাখত যেন ঠান্ডা না লাগে। ৮। আম্মুকে অনেক খুশি হয়ে আঙুল কামড়ানোর সময় জটিল পিটানী খাইসিল হাসিব। ৯।

এরপরথেকে আম্মু বকা দিলে হাসিব দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যেত ১০। হাসিবকে এক ইদুর নাক কামড়ে দিয়েছিল। ১১। তুলি চুরি করে সব জিনিষ খাটের নিচে লুকাত , সেগুলা ভাইয়াকেই বের করতে হত। ১২।

ভাইয়া আসলেই ওর পিছন পিছন এখন একটা কুকুর আর বাঞ্চি থাকে। বাঞ্চি খেয়াল রাখে যেন ও বেশি আদর পায়। ১৩। একদিন ভাইয়া দেখে ওদের হলে বিড়ালের ছোট বাচ্চাকে কে যেন বিস্কিট খেতে দিসে, বাচ্চাটা খেতে পারবে না দেখে ও বসেবসে ওগুলা গুড়া করে খাওয়ায় দিয়ে আসে ১৪। বাঞ্চির বাচ্চা হলে তাকে কন্ডেন্সমিল্ক দিয়ে রুটি খাওয়াত ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.