আমাদের কথা খুঁজে নিন

   

হাসিব সাহেব সমীপে -(2)

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

হাসিব সাহেব ঘটনাটা আমি ভুলার চেষ্টা করব না, অতীত যদিও কষ্ট দেয় , তবে বৃদ্ধ বয়সে আনন্দের কারণও হতে পারে । তবে হ্যাঁ পানির মত সত্য যে, আমার মস্তিষ্কের নিউরন নিয়ে যথেষ্ট প্রবলেম মনে হয় হচ্ছে, বিশেষ করে ভাষাগত কারণে । এ কারণে ইংরেজী ভাষা বলতে কিংবা লিখতে আগের মত সাবলীল পারি না । একটু ভুল হলেই মানুষ হাসাহাসি করতে পারে, তাই একে পারলে এড়িয়েঁ চলি । যখন প্রথম এই জামার্ন ভাষার দেশেগুলির একটিতে পা রাখি, তখন থেকেই মুখ থেকে খৈ এর মত ইংরেজী ফুটত অথার্ত যেহেতুআমি জামার্ন ভাষা জানি না, সেহেতু পথে ঘাটে ইংরেজী চালিয়ে নেওয়ার চেষ্টা করতাম, মানুষ থেকে তখনই উপদেশের ঝড় মাথার উপর দিয়ে যেতে লাগল যে,'' যতি দিন ইংরেজী ই বলবে, ততদিন জামার্ন শিখতে পারবে না, ভুল বললেও জামার্ন ভাষা বল , এতেই উন্নতি '' ।

মাস ছয় যেতেই ট্রায় করতে করতে জামার্ন ভাষাও খৈ এর মত ফুটতে লাগল, আর এতে ইংরেজী ভাষার ইতি টানল, পথে ফ্রানেসর ভাষার প্রতি ফাও আগ্রহ জন্মায়, তাই ঐটাকেও ধরলাম, প্রশ্ন করাহয়েছিল, এত ভাষা থাকতে ফ্রানস কেন? জবাবে বললাম, শুনেছি ফ্রানেসর সংস্কৃতি পনা নাকি ভারতীয় সংস্কৃতিকে টেক্কা দেয় । অতএব এদের ভাষাতেই বুঝতে হবে এদের কৃষ্টি । ভুল বললাম নাকি জানি না, মুখে যা এসেছিল, তাই বললাম । ইচ্ছে করলে তার বদলে ইটালীর ভাষা শিখতে পারতাম, এটা শিখলে হয়ত কাজের সন্ধান পাওয়া যেত, অনেক মানুষই তা বলেছে, কিন্তু হঠাত করে খেয়াল করলাম, কাজের জন্যইতো [গাঢ়] (সত্যিকার অর্থে উন্নত জীবনের জন্য) [/গাঢ়] বিদেশ পাড়ি দিলাম, তাছাড়া কাজ ছাড়াও ব্যক্তি মানুষের অন্য এক জীবনও আছে । অতএব, আর কি? ফ্রানেসাসিশই নিলাম ।

অনুশীলন এর অভাবে এই ফ্রানেসর ভাষাও মাথা থেকে যেতে বসেছে । সাথে তুর্কিদের ভাষা শিখতে পারতাম ইচ্ছে করলেই, কিন্তু এদের সংখ্যাধিক্য যেভাবে আগ্রহ দেখিয়েছিল তেমনি দূরে ঠেলে দিয়েছে। অথার্ত এদের প্রতি আমার একটু অনীহা সৃষ্টি হয়েছে । ( এটা মানষিক ব্যাপার অতএব বনণর্া করা যাবে না) সাথে সেআরবিশ (সর্াবিয়াদের) ও আলবানিশ (আলবানিয়ানদের) সাথে চলাফেরার দরুন, এদের কথা বুঝতে পারে কিছু , লিখতেও পারি, জিজ্ঞাসা করে এদের কাছ থেকে এদের অক্ষর লিখে নিয়ে , এর উপর একটু অধ্যায়ন করেছি (যেহেতু ফাওঁ টাইম ছিল) ইন্ডিয়ানদের সাথে, পাকিস্তানিদের সাথে থাকতে থাকতে আগের থেকে ভাল ওদের ভাষা রপ্ত করেছি, লিখতে ভাল না পাড়লেও পড়তে একটু একটু পারি । আর আরবির প্রতি আগ্রহ থাকলেও টাইম ছিল না, যেহেতু মূল জামার্ন ভাষাই [গাঢ়] পুংখানূপুংক্ষ [/গাঢ়] ভাবে রপ্ত হয় নি ।

ভবিষ্যতে চীন কিংবা জাপানী ভাষা শিখার ইচ্ছা আছে, মোটামোটা যেন, পথ চলা যায় এরকম । যদিও এখন একজন মহিলার কাছ থেকে স্পানিশ ও জামার্ন ও ইংরেজী ভাষা শিখার অফার পেয়েছি । 3 in one যেহেতু বিনামূল্যে (যেহেতু ফাওঁ) তাই চিন্তা করছি, যদি সময় পাই সপ্তাহে তবে না হবে.... আর হাসিব সাহেব আপনার ক্যারিয়ার মারাত্নক রকমের, তার সাথে তুলনায় আমি তুচ্ছ । সত্যি, আমাকে এখন তাই মনে হচ্ছে । সুতরাং আশা করি ভাষাগত সমস্যায় যেন আর কেউ না পরে ।

আমরা যে ভাবে বাংলা কথা বলি, এতে কি কোন, [গাঢ়] ব্যাকরণের [/গাঢ়] ধার ধারি, মনে হয় না, দেখুন না, এই আমি (,)কমা, দিয়ে যাচ্ছি । ইচ্ছে মত প্যারা করে লিখে যাচ্ছি, এতে কি আমার ভাব প্রকাশ পাচ্ছে না ! হাসিব সাহেব হয়ত, অদূর ভবিষ্যতে আমরা কাছাকাছি হতে পারব , ব্লগে জড়িত থাকুন, তাহলেই আস্তে সম্পর্ক বাড়বে , যেমনটি সম্পর্ক হয় পরিবারে । এক কাজ করুন ,[link|http://www.somewhereinblog.net/rifat/post/10598| GB Lv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.