যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনি সে , পথ কুক্কুরের মত সংকোচ সত্রাসে যাবি মিশে।
সামহোয়ার ইন বাংলা ব্লগ গুলোর মধ্যে অন্যতম , কারো কারো মতে সবচেয়ে ভালো। অন্যান্য কমিউনিটি ব্লগের তুলনায় সামহোয়ার ইন নিঃসন্দেহে কিছুতা ভিন্ন। এখানে বিভিন্ন ধর্মের , মতের , শ্রেনীর মানুষের সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব সত্যি প্রশংসনীয়। এই ব্লগের সদস্যদের বিভিন্ন জনকল্যানমুলক কর্মকান্ড (যেমনঃ ঈভটিজিং বিরোধী আন্দোলন, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরন, ব্লগারদের ফটোওয়াক ইত্যাদি) অনেকের মত আমাকেও করেছে অনুপ্রানিত। তাই আজ আমি এই ব্লগে ব্লগিং করে একটি বিশাল ব্লগ পরিবারের গর্বিত সদস্য হতে চাই।আমার মনে হয় নিরবে নিভ্রিতে কিন্তু নিশ্চিতভাবে সামহোয়ার ইন বাংলা ওয়েব ইতিহাসে শুধু নতুন অধ্যায়ের সূচনাই করেনি বরং তাকে পৌঁছে দিয়েছে নতুন এক উচ্চতায়।
আশা করি এটা আমার প্রথমদিকের পোস্ট হলেও শেষ পোস্ট নয় কোন অর্থেই.......যারা আমার এই পোস্টটি দেখবেন বা মন্তব্য করবেন তাঁদের সবাইকে আগাম ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।