আমাদের কথা খুঁজে নিন

   

তাহাকে পাইলাম খুজে ইহাদের ভীড়ে

আল বিদা

প্রহর শেষের আলোয় রাঙা তখন সন্ধ্যাবেলা অফিস শেষে ঘরে ফিরছি আমি একা একা মনটা ভাল না কিছুতে সারাদিন কথা হয় নি তাহার সাথে, তার সাথে। ভাবতে ভাবতে গেলাম পৌছে নিকেতনের ১নং গেইটে সামনে কেবল শুটিং ক্লাব, পিছে নিকেতন পায়ের নিচে আমার তখন ইটের পাটাতন। লেকের উপরে সবুজ বন সেখানেই হারাল আমার এই মন দেখিলাম: ধবল বক উড়িতেছে সন্ধ্যার আকাশে জীবনানন্দরে পাইলাম খুজে ইহাদের ভীড়ে। সেদিন নিকেতন দিয়ে যাচ্ছিলাম। লেক থেকে হঠাৎ এক ঝাক বক বা এ জাতীয় সাদা কোন পাখি উড়ে গেল।

কিছুক্ষনের জন্য আকাশটাই যেন ঢেকে গেল। হুমায়ূন আহমেদের এক বইয়ে এমন এক দৃশ্যের খুব সুন্দর একটি বর্ননা ছিল। আমি তো আর কবি/লেখক না যে সুন্দর করে তা লিখব। কিন্তু তখন থেকেই শেষ ২ লাইন মনে মনে আউড়াচ্ছিলাম। আজ তাই বমন করলাম।

মাঝে মাঝেই অন্য কবিতা থেকে চৌর্যবৃত্তি করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.