আমাদের কথা খুঁজে নিন

   

তাহাকে বলিলাম "কি ব্যাপার এত ঘেষাঘেষি করতেছেন কেনো ????

অলস মস্তিস্ক বহু বান্দরামীর উর্বর ভূমি

গত বুধবার ফাল্গুন পরিবহনের বাসে ইউনি যাইতেছি। সকাল ৯.৩০ অফিস টাইম সো বাসে চরম ভিড় গাদা গাদি কইরা সব দাড়ায়া আছি আর প্রতি স্টপেজে বাস থামলেই ড্রাইভার রে গাইল পাড়তেছি । আমি দাড়ায়া ছিলাম পিছন গেটের কাছাকাছি, সামনের গেট এ এমনই চরম ভিড় যে সহজে কোন মানুষের পক্ষে উঠা সম্ভব নাহ , নিতান্ত পাদানিতে ঝুলতে গেলেও কুস্তি আবশ্যক যাই হোক রামপুরা স্টপেজে পিছন গেট দিয়ে এক অ্যাপ্রন পরিহিতা ললনা (ডাক্তারি পড়ে সম্ভবত কারন সন্গে বই খাতা) উঠিলেন। এবং উইঠাই তিনি শুরু করিলেন যাত্রীদের উপর ভদ্রতা শিক্ষার ক্লাস। যেহেতু অফিস টাইম, বাস ওভারলোড আর ঢাকা শহর জ্যামের রাস্তা, সো একটু পর পর বাস ব্রেক ধরলেই গাদা গাদি করে দাড়িয়ে থাকা সবাই একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিলো এবং সেই ললনাও এর ব্যতিক্রম নন।

কিন্তু তার মনে হয়েছিলো এ সবই তার সাথে ইচ্ছা করে করা হচ্ছে এবং তিনি তার প্রতিবাদ করা শুরু করলেন। বাসে উঠা মাত্রই তিনি তার পাশে দাড়ায়ে থাকা এক কলেজ ছাত্রকে (গুলশান কমার্স কলেজের ড্রেস) ঝাড়ি মাইরা বললো কি গায়ের উপরে উঠতে চাও নাকি আশে পাশের প্রায় সবাই তখন ললনাকে সাপোর্ট করে সেই ছেলেরে উদ্দেশ্য কইরা কিছু অমিয় বানী বর্ষন ও করিলো। এই সব শুনিয়া সেই ছেলে লজ্জায় বা অপমানে লাল হইয়া গেলো এবং যতটা পারলো সিটিয়ে দাড়ালো মাগার জ্যামের রাস্তায় ৩-৪ মিনিটের মাথায় সেই ললনার পুনঃ হুংকার ভদ্র ভাবে দাড়াতে পারো নাহ এই সময় সেই সব অমিয় বানী প্রদান কারীদের থিকা আরও উৎকৃষ্ট কিছু বানী ভাইসা আসলো পরে বেচারা মধ্যবাড্ডা আসার আগেই বাস থিকা নাইমা গেলো । এই বার সেই ললনার পাশে পড়লো গোবেচারা এক অফিস যাত্রী আর সেই যাত্রীর পাশে আমি। ভালো ৫ মিনিটের মাথায় ললনার ঝাড়ি "আপনার ব্যাগ কি আমি সামলাবো??" কারন ঐ যাত্রীর সাইড ব্যাগ যাই হোক আমেরিকান এ্যাম্বেসীর স্টপেজে নামার আগ পর্যণ্ত ঐ বেচারা বেশ কয়েকবার সেই ললনা কতৃক অহেতুক হেনেস্তা হইছেন।

আমি বিটলা যথারীতি তাহা মজার সহিত অবোলকোন + হাসিতে ছিলাম । কিন্তু আমেরিকান এ্যাম্বেসীর পরে আমি পড়লাম বিপদে কারন ললনা এবার আমার পাশে প্লাস গাড়িতে এখনও গাদাগাদি বিদ্যমান যদি আমি তার সাথে হালকা পাতলা ধাক্কাও খাই তাইলে ঝাড়িতো সে দিবেই এবং ঝাড়িগুলোকে সে মাটিতে পড়তে দিবে নাহ....... আর গাড়িতে ইউনির মোটামুটি চেনাজানা পোলাপানেরও সংখ্যাও কম না অতএব বাসে কিছু খাইলে তা ইউনিতে মাইকিং হইতেও টাইম লাগবে নাহ। এইসব ব্যাপক ভাবনা ভাবতে ভাবতে নর্দার কাছাকাছি চলে আসলাম এর মধ্যে গাড়ি কোন জ্যামে পড়ে নাই বাস নর্দা বাস স্টপেজের কাছে আসা মাত্রই সমানে এক প্রাইভেট কার আড়াআড়ি ভাবে চলে আসায় বাস ধরল হার্ড ব্রেক এবং যথারীতি বাসের ভেতর চললো সেই ধাক্কাধাক্কি সেই মুহুর্তে ঐ ললনা কোন প্রকার ডায়লগ ছাড়ার আগেই আমার মুখ দিয়া বাহির হইলো "কি ব্যাপার এত ঘেষাঘেষি করতেছেন কেনো??? " ব্যস সারা বাস প্রথমে চুপ মাইরা পরে খেক খেক কইরা হাইসা দিলো আর সেই ললনা আমার দিকে এমন গরম ভাবে তাকাইলো যে পারলে আমারে ছিড়া খায় ...... যাই হোক কাছেই ইউনি পট কইরা বাস থিকা নাইমা গেছিলাম, নাইলে সেই ললনা আমাকে ছাড়তো বইলা মনে হয় না আশংকা : নারীবাদীরা সম্ভবত মাইনাসে ভাসায় দিবো এই পোষ্টরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.