আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচকদের করুনায়- আশরাফুলের দলে ফেরা!

Hmmm...

আশরাফুল বাংলাদেশের গর্ব- এ ব্যাপারে সন্দেহ নেই। আশরাফুল ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিম এক সময় ছিল নখবিহীন শার্দুল। প্রতিপক্ষের কাছে তার নামটা ছিল ভীতিকর। আমাদের অনেক আবিশ্বাস্য জয়ের নায়কও এই আশরাফুল, সন্দেহ নেই তাতে। এ জন্য জাতি তাকে তার সম্মান দিয়েছে এবং দেবে।

কিন্তু বর্তমানে আমাদের ক্রিকেট টিমের যে ধারাবাহিক পারর্ফমেন্স দেবার চেষ্টা, তাতে আশরাফুলের মত দীর্ঘমেয়াদি অধারাবাহিক খেলোয়ারের স্থান পাবার সু্যোগ নেই। এক্ষেত্রে, নির্বাচকরা প্রতিবার তার ঘরোয়া ক্রিকেট পারর্ফমেন্সের ভিত্তিতে দলে ঢুকিয়ে যে ভুল করছেন তা আশরাফুলের প্রতি বিচারকদের করুনার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। আশরাফুলের মত চমৎকার একজন খেলোয়ারকে করুনা না দেখিয়ে বরং নির্বাচকদের উচিত তাকে সুনির্দিষ্ট "উত্তরনী পথ্য" প্রদান করা। আশরাফুল বরাবরই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে থাকেন, এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে তার ধারাবাহিকতার অভাব দলের জন্য যে ক্ষতিকর, তা আমাদের মত আশরাফুল ভক্তদেরকেও ভাবিয়ে তুলে।

দল আগে না ব্যক্তি? এক্ষত্রে আবশ্যই দল। তাই নির্বাচকদের উচিত আশরাফুলের ঘরোয়া পারফমেন্সের ফাঁদে পা না দিয়ে, আশরাফুলকে কাউন্টি ক্রিকেটে নূন্যতম ছয় মাসের জন্য খেলতে পাঠান। কাউন্টিতে যদি সে ঘরোয়া ক্রিকেটের মত ধারাবাহিকতা দেখাতে পারে তবেই কেবল তাকে সেরা একাদশে সুযোদ দেয়া উচিত। বুলবুল, সাকিবদের মত খেলোয়াররা তাদের পারর্ফমেন্সকে আরও একধাপ উপরে নিয়ে গেছেন কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতার মাধ্যমে। এছাড় যদি, ঘরোয়া ক্রিকেটের ভিত্তিতে আশরাফুলকে প্রতিবার দলে টানা হয়, তবে তা হবে শুধুই নতুন বোতলে পুরান মদের মত আশা করি নির্বাচকরা, আশারাফুলকে আশার আলো দেখাবেন আলু নয়! পুনশ্চঃ আমার এক দোস্ত একবার আড্ডার ছলে বলেছিল- আশরাফুলকে দলে কেবল মাত্র বোতল টানার জন্য রাখা যেতে পারে।

শুনে আমি অনেক খেপেছিলাম। পরে আমার দোস্ত আমাকে বুঝিয়ে বল্ল যে- আশরাফুলকে পানি টানাটানির কাজে রাখলে তার অন্ধ ভক্তরা বন্ধ থাকবে আর সাংবাদিকরা কলম বন্ধ রাখবে। এছাড়া আর কোন ভাবে আশরাফুলকে দলে রাখার সু্যোগ আছে বলে মনে করিনা। সাপও মরল লাঠিও রইল।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.