ইচ্ছে হয় ঘুরে বেড়াই
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ভোরে খেলা হয়ে গেলো প্রথম একদিনের ম্যাচ। ফলাফল কি হয়েছে তা নতুন করে বলার দরকার আছে বলে মনে হয় না। তাই আর বলছি না। কিন্তু এ খেলা নিয়ে লেখা তাই বলতে চাই, আমাদের দেশের নির্বাচকদের চোখের অপারেশনের জন্য কি আমরা একটা ত্রাণ তহবিল গঠন করতে পারি না। যাতে আগামীতে দল নির্বাচনের ক্ষেত্রে সিনিয়রদের একটু পাত্তা দেয়া হয়।
কয়েকদিন আগে যুগান্তর পত্রিকার খেলার পাতায় একটি সংবাদ পড়লাম। তাতে শিরোনাম ছিলো এমন `আশরাফুলদের কী লজ্জা নেই?' লেখাটি পড়ে হতাশ হতে হয়। কেননা নির্বাচকরা দল নির্বাচন করে দেন। সেই দল নিয়ে খেলেন ক্যাপ্টেন। তাই তার কি করার আছে।
অন্য দেশের ক্যাপ্টেনরা দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমাদের দেশে সেই সুযোগ আছে বলে মনে হয় না। তাই নির্বাচকদের চোখের চিকিৎসার জন্য আসুন একটা ত্রাণ তহবিল গঠনের উদ্যেগ নিই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।