আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচকদের প্রতি মুশফিকের অসন্তোষ

রোববার হোটেল সোনারগাঁওয়ে এশিয়া কাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এশিয়া কাপের দল ঘোষণা করার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেয়া যেত। এই বিষয়টি নিয়ে আমি আনহ্যাপি। আমি বিস্মিতও। আমি জানতাম না দলে কে আসছে বা কে বাদ পড়ছে। ”

দলের অধিনায়কের পরামর্শ যে শুনতেই হবে, এমন দাবি করছেন না মুশফিক।

তবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তার সঙ্গে কথা না বলায় ভীষণ দুঃখ পেয়েছেন তিনি।

এশিয়া কাপের দল গড়ার আগে নির্বাচকদের ফোনের অপেক্ষায় থাকার কথা জানিয়ে মুশফিক বলেন, “১৫ জনের দল নির্বাচন করা নির্বাচকদের দায়িত্ব। আমার কথা তাদের শুনতেই হবে এমন নয়। তবে অধিনায়ক যেই হোক না কেন, দলের বিষয়ে যেন তাকে অল্প হলেও সম্মান দেয়া হয়। যে ১৫ জন দলে আছে তাদের সবার জন্য আমার শুভ কামনা রইলো।



বাংলাদেশ দল এখন সঙ্কটকাল অতিক্রম করছে জানিয়ে মুশফিক আরো বলেন, “দল খারাপ সময় পার করলে বোঝা যায় কাছের মানুষগুলো কেমন। তবে দুঃসময়ে সবার সহায়তা পেলে ঘুরে দাঁড়ানোর কাজটা সহজ হয়ে যায়। ”

দুই বছর আগে বাংলাদেশেই অনুষ্ঠিত এশিয়া কাপের পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে, ফাইনালে জিততে-জিততেও পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে গিয়েছিল মুশফিকের দল।

তবে এবার মুশফিকের প্রাথমিক লক্ষ্য টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া আফগানিস্তানকে হারানো।

“আমাদের লক্ষ্য আফগানিস্তানের বিপক্ষে জেতা।

অন্য তিনটা ম্যাচেও ভালো পারফর্ম করতে হবে। গত দুই বছরের পারফরম্যান্স ধরে রাখতে হবে আমাদের। এই সময়ে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি বলে জয়ও পেয়েছি। এবারের এশিয়া কাপে এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ”




সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.