আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য্য সূর্য্য খেলা

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আপনারা আমারে না নিয়া ফটোওয়াকে যান, ছবি তুলতে যান। কেউ একটু দাওয়াত ও দেন না। আমি শ্রমবন্দী মানুষ চাইয়া চাইয়া দেখি। কিছু কইতে পারি না। না হয় আমার ছবি তুলন হয়না, এই লাইগ্গা আমারে ভুইলা গেলেন আপনারা? ক্যামেরাম্যান, লাভলু, গুরুজী, আহদিল, বৃত্ত কারোরই আমার কথা মনে হইল না? ফটোওয়াক নিয়া গত রমজান থেইক্কা চিল্লাফাল্লা করলাম, মনসুর রে কইলাম গুরুজীরে কইলাম। মাগার আপনারা গা করলেন না। আমি কি এতই খারাপ ছবি তুলি? নাহয় যীশূর মত দামী ক্যামেরা আমার নাই তাই বইলা এইভাবে ভুইল্লা গেলেন? কালপুরুষ ও ভুললেন বাকীরাও ভুললেন...এই কষ্ট আমি কই রাখি? এই কষ্ট রাখলাম সূর্য্যের কাছ আপনারা তো আর আমারে খেলায় নিলেন না, কি আর করুম!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.