আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের চট্টগ্রামের মাস্টার দা সূর্য্য সেন কে নিয়ে বলিউডের ছবি।



আমাদের চট্টগ্রামের মাস্টার দা সূর্য্য সেন কে নিয়ে বলিউডের ছবি। লাগান, স্বদেশ, জোধা আকবার খ্যাত বলিউডের পরিচালক আশুতোষ গোয়ারিকর এবার ছবি বানালেন আমাদের চট্টগ্রামের মাস্টার দা সূর্য্য সেন কে নিয়ে। ছবিটি বানানো হয়েছে 'চিটাগাং আপরাইজিং' নিয়ে মালিনী চ্যাটার্জির (তিনি কল্পনা দত্ত' র ছেলের বউ) লেখা 'ডু এ্যান্ড ডাই' উপ্যনাস অবলম্বনে। মাস্টার'দা সূর্য্য সেন' এর ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বাচ্চান এবং কল্পনা দত্ত 'র ভূমিকায় অভিনয় করেছেন, দীপিকা পাদুকরে (উচ্চারন ঠিক আছে ?)। ছবিটির শুটিং হয়েছে ভারতের গোয়া, মুম্বাই এবং বাংলাদেশ এর চট্টগ্রামে! মুক্তি পাচ্ছে এই ডিসেম্বরের ৩ তারিখে। (চিটাগাং আপরাইজিং নিয়ে আরো একটি ছবি এ বছর মুক্তি পাচ্ছে নাম 'চিটাগং'। সেটিতে অভিনয় করেছেন মোনজ বাজপাই, ফারহান আক্তার, আভায় দেওল, ক্যাটরিনা কাইফ) ছবি দু'টো নিয়ে আমি আশাবাদী। এখন ভারতীয়রা জানবে সূর্য্য সেন কে ছিলেন এবং তিনি ভাগাত সিং এর মতই একজন বড় ক্রান্তিকারী ছিলেন। ফেসবুক পেইজঃ http://www.facebook.com/KHJJS

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.