আমাদের কথা খুঁজে নিন

   

একজন পেইড ব্লগারের চোখে আওয়ামিলীগ সরকারের উন্নয়ন!

https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg

ঈদের আগে কোটি টাকা খরচ করে ঢাকা শহরে আওয়ামিলীগ সরকার তাদের নির্বাচনী প্রচারনা চালিয়েছে। ঈদ পরবর্তী প্রচারনা চলবে সারা বাংলাদেশে। এতে নিশ্চই আরো কয়েক কোটি টাকা খরচ হবে। আমাদের প্রশ্ন সরকার এই টাকা পেল কোথা থেকে? সরকারি তহবিল থেকে? যদি সরকারি তহবিল থেকে হয় তাহলে আমার ট্যক্সের টাকায় সরকারকে তাদের নির্বাচনী প্রচারনা চালানোর অনুমতি কে দিল? যদি ব্যক্তি উদ্যেগে হয় তাহলে সেই ব্যক্তিকে অন্যের সম্পত্তি দখল (বিল-বোর্ড) করার অভিযোগে কেন গ্রেফতার করা হচ্ছে না! দেশের হাজার-হাজার মানুষ এখনো সংশয়ে আছে তাঁরা ঈদের দিন দুটো ভাল মন্দ খেতে পারবে কিনা। তাদের চুলায় আগুন জ্বলবে কিনা।

যানজট এবং ভাঙা রাস্তা-ঘাট এর কারণে আরো কয়েক হাজার মানুষকে রাস্তায় ঈদ করতে হবে। ঈদের জামাতে তাঁরা উপস্থিত হতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়! _______________________________ "আমার ব্লগ"নামের ব্লগে আমার সর্বশেষ পোষ্টটির মূল বক্তব্য অনেকটাই এরকমই ছিল। সাথে সাথে দু-তিনজন আওয়ামিলীগের পেইড ব্লগার ঝাপিয়ে পড়েছে। আওয়ামিলীগ সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের ফিরিস্তি দিয়ে দিয়ে তাঁরা প্রায় প্রমান করে ফেলেছিল দেশে কোন দরিদ্র নাই। দেশের মানুষের খাদ্যের কোন সমস্যা নাই তাঁরা এখন কেএফসি, আমেরিকান বার্গার খেতে পারছে!! যানজট কি জিনিষ দেশের মানুষ ভুলেই গেছে।

বিদ্যুৎ এর ঘাটতি নাই। (কুইক রেন্টাল'র কথা বলছিল!) আমার সন্দেহ হল তাঁরা কারা? নাম পরিবর্তন করে সৈয়দ আশরাফ, আবুল হোসেন অথবা সুরঞ্জিৎ সেন নাতো? কথার ধরনটা এমনি মনে হয়েছিল! তাদের একজন আমাকে একটি লিংক দিয়ে তাঁর ব্লগে দ্বন্দযুদ্ধের আহ্বান জানিয়েছে। আমিও কিছুটা ভয় এবং আনন্দ নিয়ে তাঁর ব্লগে অতিথি হয়ে গেলাম। গিয়ে দেখি আমার সন্মানে সে বিশাল একটা পোষ্ট লিখে বসে আছে। সরকারের উন্নয়ন।

এবং আমার লেখার সমালোচনা। বুঝা যাচ্ছে ভদ্রলোক আমার অনেকগুলো লেখাই পড়েছেন! (আমার সৌভাগ্য। ) সেই পোষ্টে তিনি আমার লেখাগুলো পয়েন্ট আকারে সাজিয়ে তুলে ধরেছেন। একটা পয়েন্ট তার নিচে সমালোচনা। বেশ গোছানো লেখা।

সাহিত্যের মত। তাঁর পোষ্টটির মূল কথা হচ্ছে। •দেশে কোন বেকার নাই। •দরিদ্র মানুষ নাই। •ক্ষুদার্ত মানুষ নাই।

•বিদ্যুতের উন্নয়ন। •রাস্তা-ঘাটের উন্নয়ন। •জনগণের আয় বেড়েছে। ইত্যাদি....। আমি অবাক হয়ে গেলাম।

আসলেই কি তাই? আমার দেশ এত উন্নত, আর আমি অন্য একটি দেশে কাজ করে মরছি কেন। এই দরিদ্র দেশ আমেরিকা ছেড়ে আমাকে কাজের সন্ধানে বাংলাদেশে যাওয়া উচিৎ। সেই ব্লগার বন্ধুটির লেখার অনেক অসঙ্গতি আমি যুক্তিযোগ্য ভাবেই জবাব দিতে সক্ষম ছিলাম। সে রকম উদ্দেশ্য নিয়ে আমি যখন প্রস্তুত তখন খেয়াল করলাম "আমার ব্লগ" কতৃপক্ষ আমাকে ঢুকতে দিচ্ছেনা। আমার ব্লগটি বন্ধ করে দিয়েছে! যা হোক এতে সমস্যা নাই।

একটা কথা বলার ছিল। সাধারণ লীগারদের জন্য। "হয় মিল্কি, তারেক, রানা'র মত আওয়ামিলীগার হও না হয় ক্ষান্ত দাও। " এই উপদেশ বানীটার বিস্তারিত অন্য একদিন আলোচনা করব। (শাহজাহান আহমেদ)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.