আমাদের কথা খুঁজে নিন

   

জাতি হিসেবে আমরা এখনো আবাল। উপরের দিকে থুথু ছিটালে নিজের মুখেই পড়ে!!



আমরা যে জাতি হিসেবে কতটা আবাল,তা আবার প্রমানিত হল ড ইউনুসকে নিয়ে গত কয়দিন ধরে যা কিছু হচ্ছে তা থেকে। ইউনুস সাহেব ক্ষুদ্র ঋণ দিয়ে ব্যবসা করেন কি অন্য কিছু করেন তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তার তত্ত্ব কারো পছন্দ হতেও পারে আবার না ও পারে। পছন্দ হতেই হবে এমন কোন কারণ ও নেই। কিন্তু গত কদিন ধরে বাংলাদেশের কিছু মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে তা দেখে মনে হচ্ছে এবার তারা ইউনুস সাহেবের কাছ থেকে নোবেল কেড়ে নিয়েই ছাড়বেন! আমার কথা হচ্ছে ইউনুস সাহেব তো সেই টাকা মেরে নিজের পকেটে নেন নি।

নিয়েছেন গ্রামীণ কল্যাণ নামে গ্রামীন এর ই অন্য একটা প্রতিষ্ঠানে। তিনি নিজের সিদ্ধান্তে তা করেন নি,করেছেন গ্রামীন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস এর সভায়। সেই ডকুমেন্টারীর কোথায় উল্লেখ নেই যে ইউনুস টাকা মেরে দিয়েছে(siphon off).উনি যা বলতে চেয়েছেন তা হল,যে প্রক্রিয়ায় তা হয়েছে তা চুক্তিতে ছিল না। তাছাড়া ১৯৯৮ এ তো তার বোঝাপড়া হয়ে গিয়েছিল সব পক্ষের মধ্যে। আর যে ব্যাপারটা মিটে গিয়েছিল এতদিন পরে এসে কেন এ নিয়ে প্রশ্ন তোলা হবে? তবে কি টেলিনর এর সাথে ইউনুস সাহেবের বিচ্ছেদ থেকেই তাকে নিয়ে এমন খেলায় মেতেছে নরওয়ে? আমার খুবই অবাক লাগে কোথাকার কোন ডেনিশ সাংবাদিক কি বানালো,কি বলল,তা শুনেই আমরা,ইউনুসের দেশের মিডিয়াগুলো নেমে গেল তার বস্ত্রহরণে!! বাংলাদেশের মিড়িয়াগুলোর কি উচিত ছিল না এই ব্যাপারে আরো ভিতরের খবর নিয়ে তথ্যবহুল গ্রহনযোগ্য প্রতিবেদন করা? আমরা কি তবে সাদা চামড়াদের প্রতি আনুগত্য এখনো ছাড়তে পারিনি? তারা যা বলে সব ই ঠিক? চিলে কান নিল বলে সবাই তার পিছনেই ছুটল? আজ আবার সেই বিতর্কে ঘি ঢেলেছেন আমাদের প্রধানমন্ত্রী।

তার নাকি তদন্ত করবেন। তাকে প্রশ্ন করতে চাই,ঘটনা যখন ঘটলো তখন তো আপনি প্রধানমন্ত্রী! তখন ও তো এটা নিয়ে গ্রামীন ব্যাংক,নরওয়ে সরকার,বাংলাদেশ সরকার দৌঁড় ঝাপে ছিল। তখন আপনি কই ছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? নাকি টাকার বিনিময়ে আর কি কি ডিগ্রী নেয়া যায় সেই চিন্তায় বিভোর ছিলেন? এই ব্যাপারে প্রশ্ন তোলার নৈতিক অধিকার তো আপনার নেই। নাকি সইতে পারছেন না বাংলাদেশকে ইতিবাচকভাবে বিশ্বের দরবারে তোলে ধরছে বলে? হিংসে হচ্ছে নোবেলটা কেন আপনি না পেয়ে সে পেল?? মনে রাখবেন উপরের দিকে থুথু ছিটালে নিজের মুখেই পড়ে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.