আমি যদি আরব হতাম মদিনারই পথ এই পথে মোর হেটেঁ যেথেন নূরনবী হজরত
আমরা গরিব দেশের লোক হিসেবে ধনী দেশের খবরা খবর রাখাটা এক ধরনের সৌখিন ফরজ কাজ। এ ফরজ কাজে আমরা সব সময় আরাম পাই। তারপরে ব্যাপারটা যখন ছিল বারাক ওবামা সম্পর্কিত তখন তো আর আমাদের আনন্দের সীমা অতিক্রম করাটা দোষের কিছু ছিলনা। সাদা আমেরিকানদের শাসন করবে মুসলিম বাবা ও খ্রিস্টিয়ান মায়ের সন্তান, যে কিনা বড় হয়েছে ইন্দোনেশিয়ার মত মুসলিম দেশে। আমাদের কল্পনাকে ও হার মানানো বারাক ওবামার উত্তান ছিল স্বপ্নের মতো।
ওবামার পরিবর্তনের হাওয়ায় আমরাও তখন উড়তে উড়তে প্রত্যাশার পারদ কোথায় যে গিয়ে ঠেকছিল সে খেয়াল কারও ছিলনা। রাতারাতি সব যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে মনে করে তাকে একখান নোবেল প্রাইজ ও ধরিয়ে দেয়া হলো। যে শান্তির প্রত্যাশা তিনি তৈরি করেছিলেন, সে প্রাইজটি ছিল তার উত্তম পুরষ্কার।
গল্পের এ পর্যন্ত সব ঠিকঠাক। সমস্যার পাহাড় সামনে নিয়ে লোকজন শুধু বারাক ওবামার সুপারম্যানশিপের সুনিপুণ ব্যবহার দেখার অপেক্ষায় ছিল।
কিন্তু আমাদের হতাশ করতে বারাক ওবামা বেশি সময় নেননি। সে জন্য ধন্যবাদটি তার একান্ত প্রাপ্য।
সে হতাশা বাড়িয়ে দিয়েছিল উইকিলিক্স এর অতি-গোপনীয় ও অপ্রকাশিত নথিপত্র গুলো। আমেরিকাকে ন্যাংটা করে দেওয়া অতি মুল্যবান ওয়েবসাইটটি বন্ধ করা হলো। ইন্টারপোল কে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
ব্যচারা জুলিয়ান অ্যাস্যাঞ্জ। কোথায় বাহবা পাওয়ার কথা! শত্রু মিত্র সকল দেশ, সমূস্থ দুনিয়া মিলে আজ একজন মানুষের জীবন সংহারে উদ্ধত। তার নিজের দেশ অস্ট্রেলিয়া পর্যন্ত তাকে জায়গা দিবেনা। যে টাইকোন সংবাদপত্র আর নিউজ এজেন্সি গুলো উইকিলিক্সের তথ্য বিক্রি করে নিজের হিট বাড়ালো তারা তো তাকে রক্ষা করতে পারে। কেননা তাদের ক্ষমতার বলয়কে ভয় পায়না এমন সরকার বিশ্বে খুব কমই আছে।
হায়রে মানব সভ্যতা। কত কিছু দেখার ছিল বাকি!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।