আমাদের কথা খুঁজে নিন

   

"তাদেরও যে বড় সাধ জাগে"

...জানে সে যে বহুদিন আগে আমি করেছি কী ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে।

তাদেরও যে বড় সাধ জা্গে সৃষ্টির গর্ভ থেকে বিন্দু বিন্দু জমাট বাঁধা সভ্যতা, সমূহ দুর্যোগ এবং মহারণের বিভীষিকা পদপিষ্ঠ করে দন্ডায়মান সমৃদ্ধ নগর, জমকালো শহর; বিবর্তনরত মানুষের মুখে মুখে বেঁচে থাকা প্রাচীন পদ্যের নির্যাস, ছন্দের উল্লাস; মেধা আর মননের ভালোবাসায় আলোর মশাল জ্বালানো এ যাবত সব পংক্তিমালা, রঙ তুলির স্বপ্ন কল্পনায় উদ্ভাসিত সফেদ ক্যানভাসের ধ্রুপদী কথোপকথন, অতিমানব ক’জনের করতলে জীবিত নিরেট মৃত্তিকার প্রাণময় গল্প; স্রোতের মত নিরন্তর বয়ে যাওয়া সুর আর তাতে গুনগুন করে ভেসে যাওয়া শব্দের জাহাজ; কালের অসমাপ্ত অবিরাম ভ্রমণে অচঞ্চল নক্ষত্রের বাগান, দেবতার দল- এক মানবীর পায়ে এসে লুটায়, এক টুকরো হাসি দেখবে বলে তার। আমি নাহয় দেখেছি সে হাসি একা, তাদেরও যে বড় সাধ জাগে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.