না.ই.বাচ্চু, শা.কবীর, একে খন্দকারসহ বীর মুক্তিযোদ্ধারা ২৭টি সংগঠনের ব্যানারে হরতাল ডেকেছ। অহিংস চরিত্রের অনবদ্য আন্দোলন গণ জাগরণ মঞ্চ সকলের চোখ খুলে দিয়েছে আপনারাই এটি প্রতিষ্ঠা করলেন। অহিংস চরিত্রের জন্যই হয়তোবা হরতালে সরাসরি সমর্থণ দিবে না গণ জাগরণ মঞ্চ। কিন্তু অপনারাই একে বলেছিলেন অসমাপ্ত মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ...এবং ব্লগারদের বলেছিলেন দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধা। ব্লগারদের এই দুঃসময়ে পাশে কোন সুশীল এলোনা, কোন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও এলো না। বাচ্চু ভাই, শাহারিয়ার ভাই আপনারাও পাশে এলেন না এ দুঃখের কথা কারে বলি? হেফাজতের রং মার্চ ঠেকানোর জন্য হরতাল দিলেন, যুদ্ধাপরাধের বিচারের দাবীতো আছেই কিন্তু সাথে যদি ব্লগারদের মুক্তি চাইতেন, খুব কি অন্যায় চাওয়া হতো সেটা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।