আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপত্তাহীনতায় সাধারণ ব্লগাররাঃজানা

শিক্ষাতে নয়, শিক্ষতে চাই। ব্লগাররা নাস্তিক এরকম সংবাদের পর সাধারণ ব্লগাররা নিরাপত্তা হীনতায় ভুগছে একই সাথে কিছু অসাধু ব্যক্তি ও কয়েকটি মিডিয়া সামহোয়্যার ইন ব্লগের বিরদ্ধে উদ্দেশ্য প্রনোদিত হয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন সামহোয়্যার ইন ব্লগের পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস জানা। সোমবার দুপুরে রিপোর্টারস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে মিট দ্যা প্রেস এ তিনি এ দাবি করেন। তিনি বলেন, গুটি কয়েক খবরের কাগজ ও অনলাইন পত্রিকা সামহোয়্যার ইনের মত বিশাল এই প্লাটফর্মটি নাস্তিকদের দখলে আর কিছু অসাধু ব্যক্তিরা বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছে যে এই ব্লগটি সাথে জামায়াতের সম্পৃক্ততা রয়েছে। এ সময় তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন,কিছু মানুষের এই প্লাটফর্মটি পছন্দ হচ্ছে না তাই তারা এটি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেন, সকল ব্লগারকে তাদের অবস্থান পরিস্কার ও সচেতন ভাবে ব্লগিং করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, সামহোয়্যার ইন ব্লগে ১ লক্ষ ৪০ হাজার ব্লগার নিয়মিত ব্লগিং করে থাকে। তাদের সকলের মত এ রকম থাকবে বা তাদের চিন্তা চেতনা সঠিক থাকবে এমন কোন কথা নেই। তবে ধর্মীয় বা দেশকে আঘাত করে যদি কোন লেখা পোস্ট করা হয়ে পরে মডারেটররা এ ক্ষেত্রে মুছে ফেলেন। সম্প্রতি নতুনবার্তায় সামহোয়্যার ইন ব্লগের পরিচালক জানা এর একটি সাক্ষাৎকার প্রকাশ সম্পর্কে তিনি বলেন, আমি যে রকম করে সাক্ষাৎকারটি দিয়েছিলাম সে রকম ভাবে প্রকাশ না করে উদ্দেশ্য মূলক ভাবে আমার বক্তব্যকে আক্রমত্মক ভাবে প্রকাশ করেছে আমি এর ত্রীব নিন্দা জানাই।

এ সময় তিনি সামহোয়্যার ইন ব্লগের আয়ের উৎস সম্পর্কে বলেন,আমাদের ছোট একটি সফটওয়ার কোম্পানি “সামহোয়্যার ইন নেট লিমিটেড” এর আয় থেকে সামহোয়্যার ইন ব্লগের খরচ বহন করে থাকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্লগার ইমরানকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না আর সামহোয়্যার ইন ব্লগে ইমরান নামে কোন ব্লগার আইডি নেই। তবে সে ছদ্দ নামে বা অন্য কোন নাম ব্লগে ব্যাবহার করতে পারে যা তার ব্যক্তিগত ব্যাপার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি আমার নিরাপত্তা ও সামহোয়্যার ইন ব্লগের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ প্রশাসনকে জানানো হয়েছে। আর আমি অল্প সময়ের মধ্যে আমার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করবো।

জানা বলেন, আমাদের সীমিত বাজেটের কারণে আমাদের লোকবল বাড়ানো সম্ভব হচ্ছে না তবে ভবিষ্যতে লোকবল বাড়ানো হবে। সামহোয়্যার ইন ব্লগের এই পরিচালক বলেন, আগামীতে ব্লগে শক্ত একটা নীতি মালা করা হচ্ছে। মিটদ্যা প্রেসে সামহোয়্যার ইন ব্লগের মডারেটর শরৎ চৌধুরী, ব্লগার রেজওয়ানা, ব্লগার জাদির ও জাহিদ সহ সামহোয়্যার ইন ব্লগের কয়েকজন ব্লগার উপস্থিত ছিলেন। টাইমস ওয়ার্ল্ড২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.