নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল দেশে ফিরে যাচ্ছেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দলকে প্রত্যাহার করে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আজ সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে সফর বাতিলের খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোর প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ থেকে দল প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে বলা হয়, দেশজুড়ে অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতালের কারণে বাংলাদেশে ক্রিকেট খেলার উপযোগী পরিস্থিতি নেই। এ অবস্থায় যত দ্রুত সম্ভব ক্যারিবীয় ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দলের হোটেলে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে রয়েছেন ক্রিকেটাররা। তারা বাংলাদেশ না ছাড়া পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।