ভাল লাগে স্বপ্নের মায়াজাল বুনতে...
খুবই নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
গতকাল সকালে ঘুম ভাঙ্গিতেই বুঝিলাম, দেরী করিয়া ফেলিয়াছি। সময়মত অফিসে পৌঁছাতে পারিব না। তারপর দেখিলাম, ঝরঝর ঝরিছে... একখানা ছাতা সম্বল। তাহা লইয়া খুশি মনে বাহির হইলাম; অতঃপর বাসে উঠিবার পূর্ব মূহুর্তে তাহার ঘাড় মটকাইয়া গেল।
কিভাবে এই কার্য সম্পন্ন হইলো তাহা বুঝাইতে পারিব না; পূর্বেও অনেক চেষ্টা চরিত্র করিয়া কেহ (১০- বয়সের ছোট বাচ্চারা) ইহা ভাঙ্গিতে পারে নাই!
অফিস হইতে বাটীতে ফিরিবার সময় মনে হইলো পকেটে তো টাকা নাই, এটিএম বুথ হইতে শ'খানেক টাকা তুলিয়া লইয়া যাই। দীর্ঘ সারিতে দাঁড়াইয়া রইলাম। সুযোগ পাইয়া যখন বুথে ঢুকিলাম... কার্ডটি টিপিয়া ধরিয়া যন্ত্রে প্রবেশ করাইলাম, তাহার ক্ষণকাল পরেই কী টিপিলাম জানি না... কিন্তু আমার এত সাধের কার্ড আটকাইয়া গেল... টাকা তো তখন আকাশ কুসুম বিষয়, আমার কার্ড কিভাবে বাহির করিব?
ঠিক সেই মূহুর্তেই আবিস্কার করিলাম, "ইহা যে আগস্ট মাস!"
আমার যতদূর মনে পড়ে, এই মাসটা বাঙালীর ইতিহাসে নতুন মূল্য যোগ করিয়াছে!
২ আগস্ট = খুনী ও ধর্ষক প্রতিরোধ দিবস (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
১৫ আগস্ট (১৯৭৫) = বঙ্গবন্ধু পরিবারের উপর নৃশংস হামলা
১৭ আগস্ট = সারা দেশে সিরিজ বোমা হামলা
২১ আগস্ট (২০০৪) = গ্রেনেড বোমা হামলা
২২ আগস্ট (২০০৭) = ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-সেনাবাহিনীর সংঘর্ষ...
আমি খুবই ছোট মানুষ... আমার জ্ঞানভান্ডারও সীমিত, কাজেই মাত্র কয়েকটা ঘটনাই উল্লেখ করিতে পারিলাম মাত্র। কেহ যদি আরো তথ্য দিয়া সাহায্য করেন কৃতজ্ঞ হইব।
তবে... এ পর্যন্ত আসিয়া আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
জানিনা এই বৎসর কপালে (আমার এবং দেশের) কী ঘটিবে! পুরো মাস পড়িয়া রইয়াছে আর পকেটে মাত্র ক'টি টাকা! সর্বপরি, আমার যে পরিচয়পত্রটা অফিস এখনো হস্তান্তর করে নাই!
খুবই নিরাপত্তাহীনতায় ভুগিতেছি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।