আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে-নাসিম

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশই আজ নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে । “জাময়াত পুলিশের ওপর হামলা করছে। নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিরোধ করার দায়িত্ব যাদের ওপর তাদের দায়িত্ব পালন করতে হবে। কঠোরভাবে হামলাকারী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দমন করতে হবে।

যদি দায়িত্ব পালন করতে না পারেন তবে দায়িত্ব ছেড়ে দিতে হবে। সোমবার সকালে প্রেস ক্লাবের তৃতীয় তলা মিলনায়তনে জনতার প্রত্যাশা আয়োজিত ‘চলমান রাজনীতি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র: দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশই আজ নিরাপত্তা হীনতায় ভুগছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, “জামায়াত পুলিশের ওপর হামলা করছে। নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের প্রতিরোধ করার দায়িত্ব যাদের ওপর তাদের দায়িত্ব পালন করতে হবে।

কঠোরভাবে হামলাকারী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দমন করতে হবে। যদি দায়িত্ব পালন করতে না পারেন তবে দায়িত্ব ছেড়ে দিতে হবে। সরকারের মন্ত্রীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের আর বেশি দিন নেই। আমাদের সময় কম। কাজেই মন্ত্রীদের আমি পরামর্শ দেব কথা কম বলার জন্য।

বিচ্ছিন্নভাবে কথা বলে বিতর্কিত করার দরকার নেই। প্রয়োজনে সমন্বয় রেখে কথা বলুন। খালেদার বিতর্কিত বক্তব্যের কথা উল্লেখ করে নাসিম বলেন, খালেদা জিয়া জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি এখন সম্পূর্ণ হতাশ। তাই কোনো গত্যন্তর না দেখে তিনি বিদেশীদের কাছে দেশে রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান করেছেন।

খবরের সূত্র এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.