আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপত্তাহীনতায় ৩৫টি সংখ্যালঘু পরিবার

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"

Click This Link ০০ মোহাম্মদ আবু তালেব চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দক্ষিণ মৈশুন্ডির ২২২ নম্বর বাড়ির ৩৫টি সংখ্যালঘু পরিবার। সেই রাতের দখলদারদের তাণ্ডবলীলা আর ভয়ংকর সব স্মৃতি তাড়া করে ফিরছে উক্ত বাড়ির শতাধিক বাসিন্দাকে। তরুণী কন্যা আর গৃহবধূদের সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। গতকাল শুক্রবার পর্যন্ত বাড়ি ও মন্দির দখলকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সুত্রাপুর থানা পুলিশ। বাসিন্দাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রহরারও ব্যবস্থা করা হয়নি।

চরম উদ্বেগ-উৎকণ্ঠা আর অরক্ষিত অবস্থার মাঝে এখনো বাড়িটিতে ১৭টি সংখ্যালঘু পরিবার অবস্থান করছেন। বাকি ১৮টি পরিবার অন্যত্র অবস্থান করছেন। অথচ দখলদাররা সদর্পে এলাকায় অবস্থান করছে। অভিযোগ রয়েছে, থানা পুলিশের সাথে দখলদার সন্ত্রাসীদের গোপন আঁতাত রয়েছে। ২২ কাঠার বিশাল এই বাড়িটি অর্পিত সম্পত্তি বলে জানা গেছে।

বাড়ির বাসিন্দারা জানান, সুত্রাপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিএনপি সমর্থিত স্থানীয় একজন ওয়ার্ড কমিশনারও এ দখল বাণিজ্যের সাথে জড়িত। স্থানীয় বাসিন্দা বৃদ্ধ রঙ্গলাল সাহা বলেন, দখলের বেলায় আওয়ামী লীগ-বিএনপি সবাই এক। ভবনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান, গত রাতেও একদল সন্ত্রাসী মাতাল অবস্থায় প্রতিটি রুমের দরজায় লাথি মারে। বাড়ি ছেড়ে না গেলে তরুণীদের ধর্ষণ করাসহ হত্যার হুমকি দেয়া হয়। পুলিশকে বিষয়টি জানানো হলেও এ ব্যাপারে ব্যবস্থা নেয়নি।

ভুক্তভোগীরা ভূমি দখলদারদের গ্রেফতার করে সরকারি সম্পত্তি রক্ষা ও তাদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সুত্রাপুর থানায় যোগাযোগ করা হলে থানার কর্তব্যরত অফিসার এসআই সাইফুর রহমান জানান, বাড়ি ও মন্দির ভাংচুরের ব্যাপারে গতকাল শুক্রবার পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। ডিসি ওয়ারীর বক্তব্য উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) তওফিক মাহবুব চৌধুরী জানান, বাড়িটি দখলমুক্ত করা হয়েছে। উক্ত বাড়িতে একটি পারিবারিক মন্দির ছিল তারও ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। তিনি বলেন, হাজী আফজাল, হাজী ইসলাম ও আবুল হোসেন গংরা উক্ত সম্পত্তি বাড়ির মালিক দাবিদার কান্তা গংদের কাছ থেকে ক্রয় করেছে বলে দাবি করেছে।

তাদের দাবির পক্ষে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। বাড়ি ও মন্দিরে ভাংচুর, লুট-পাটের ঘটনায় সুত্রাপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহানগর পূজা কমিটির বক্তব্য মহানগর পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা জানান, মহান স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুদের উপর অত্যাচার-নির্যাতন জাতি প্রত্যাশা করে না। তিনি দক্ষিণ মৈশুন্ডির বাড়ি ও মন্দির দখলকারীদের বিরুদ্ধে সুত্রাপুর থানা পুলিশ মামলা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ভাংচুর-লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতার ও অসহায় সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.