ভাবনা গুলো সুধায় মোরে ... এতো কিছু ভাবি... তবু ... কেন ভাবিনা তারে!
কান্নার বাঁধ ভাঙ্গলে অনুমতির অপেক্ষা রাখে না ...
আমার সাথে তো ঠিক এমনি হয় সব সময়।
প্রতিদিনই নিজেকে খুব কঠিন মেয়ে বানাব বলে প্রতিঞ্জা করি,
মুহূর্তেই চোখ বেয়ে পানি গড়তে থাকে নিজের অজান্তেই-
যেন জগতের সব অন্ধকার গুলো ঘিরে ফেলে চারিদিক থেকে...
কেমন যেন এক অসহায়ত্ত ভর করে আমার উপর।
এসবেই এক সময় অভ্যস্ত হয়ে যাব হয়তো ।।
অনুভূতি গুলো সব মরে পঁচে শেষ হবে,
সুখি মানুষের মুখোশ পরে বিখ্যাত সুখের হাঁসি টা দিতে থাকবো সব সময়।
হাঁসির পেছনের চাপা কষ্ট কেউ বুঝবে না,
বোঝার চেষ্টাও করবে না...
বোকা মানুষ গুলো অবিরাম সুখের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত হবে,
হয়তো দু-এক জন বলেই বসবে ...
"আমার একটা সুখি মানুষের জামা দরকার,
তুমি দেবে নাকি একটা জামা !!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।