হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...
গতকাল পহেলা ডিসেম্বর বুধবার এইডস দিবসে সামু'তে উল্লেখিতএই তিনটি সংবাদ নিয়ে আলোচনা পর্যলোচনা এবং সমালোচনায় ছিল সরব।
একেবারে টপ অব দ্যা সামু। সামু'র এত জ্ঞেনী গুণী শতশত মেম্বার..
না না আমি বলছিনা উপরে উল্লেখিত অতি আলোচিত সংবাদ গুলোর আলোচিত কারোর এইডস হয়েছে বলে এইডস দিবসে এদের নিয়ে এত সরব ছিল সামু'র মেম্বাররা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই তিনটি বিষয় নিয়ে এত আলোচনা পর্যলোচনা সমালোচনা হলেও এবং অগনিত পোষ্টস রি-পোষ্ট আর শত শত কমেন্ট থাকলেও এইডস দিবসে এইডস নিয়ে কোন আলোচনা পর্যলোচনা কোন তথ্যমূলক বা সচেতন মূলক ২/১টি লিখা ব্যাতিত আমার দৃষ্টিগোচর হলনা।
একজন সমালোচিত ইউনুছ একজন অতিপক্ক অশ্রাফুল এবং পাবলিক কে পত্রিকা খাওয়ানোর একটি ছবি নিয়ে যে বারাবারি রকমের হাজার হাজার লাইন লিখা হয়েছে সেখান থেকে দুটি লাইনও যদি এইডস এর উপর লিখা হত কিংবা আলোচনা পর্যালোচনা করা হত তাহলে আমাদের সমাজের কিছু অসচেতন মানুষ হয়ত সচেতন হত কিংবা এর ভয়াবহতা থেকে মুক্তি পেত।
সারাদিন আমরা দেখেছি অযু্ক্তিক অকাট্য ও আপত্তিকর পোষ্ট এবং শত শত বাংলা খিস্তিগিরি মন্তব্য।
আসুন আমরা আরও সচেতন হই সামু'কে আমাদের জ্ঞানের সংসদ হিসাবে কাজে লাগাই, এখান থেকে অজানা অনেক কিছু জেনে এবং আমাদের সমাজকে সামাজিক অবখ্যয় থেকে মুক্তি দেই।
এইডস একটি সামাজিক ব্যাধি এটি লজ্জাবোধ এবং গোপনীয়তার
বিষয় নয় এবং এর থেকে মুক্তির উপায় হল সামাজিক সচেতনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।