পাক-ভারত যুদ্ধ তিন বার, আফগানিস্থান-রাশিয়া, আফগানিস্থান –আমেরিকা-পাকিস্থান, ইরাক-কুয়েত, ইরাক-কুয়েত-সউদি আরব-আমেরিকা সহ পশ্চিমা শক্তি, লিবিয়া-আমেরিকা, লিবিয়া গৃহযুদ্ধ, তিউনেশিয়া গৃহযুদ্ধ, মিশর, আরব –ইসরাইল আমেরিকা, ইসরাইল –ফিলিস্তিন, ইসরাইল –জর্ডান, সুদান গৃহযুদ্ধ ( ফলে উত্তর দক্ষিনে দেশটি ভাগ হয়ে যায় ), নাইজেরিয়া খ্রিস্টান মুসলিম দাঙ্গা ( ফলে বিভক্তি ), ভারত-কাশ্মির-পাকিস্থান, চিনের উইঘুর প্রদেশ, ইন্দোনেশিয়া থেকে স্বাধীন পূর্ব তিমুর, মায়ানমারে মুসলিম গণহত্যা ( অং সাং সুচি প্রকাসশে সমর্থন করেছেন ), বস্নিয়া-হারজেগভিনা-ক্রয়েশিয়ায় মুসলিম গণহত্যা, রাশিয়া-চেচনিয়া.................... আর পৃথিবী জুড়ে ওই ড্রোন তো আছে-ই, তাইনা.।.।.।। দীর্ঘদিন ধরে কারা কারা এসব গণহত্যার বাইরে রয়েছে তাঁর তালিকাটা খুব বড় নয়। মোরে পেয়ারে ভাই আউর বেহেন দেখেন তো প্রতিক্ষেত্রে বিশেষ কিছু কমন পাচ্ছেন কিনা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।