আমাদের কথা খুঁজে নিন

   

শুনেছি আজ রাতে আর্মি মাঠে নামছে। আর ওদিকে সংসদে শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি। নির্মম সত্যটা কি কেউ বলবেন?

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর বিদ্রোহের জন্য কি বিরোধী দলকে দায়ী করছেন? একটু আগে সংসদে তার বক্তব্য শুনে মনে হল কিছুটা চেষ্টা করছেন। হায়রে কপাল আমাদের! এতোগুলো দক্ষ ও যোগ্য অফিসার কিছু বিপথগামী মানুষের হাতে জীবন দিল। যখন সংসদে দাড়িয়ে ঐক্য ও দৃঢ়তার সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলের প্রতি আহবান জানাবেন। তখন তা না করে তিনি বিরোধীদলের কৃতকর্মের সমালোচনায় মত্ত রয়েছেন। প্রধানমন্ত্রীর সমালোচনা কারও পছন্দ না হলে আমি দুঃখিত।

কিন্তু তিনি আমার এবং আমাদের প্রধানমন্ত্রী। তিনি সংসদে একটু আগে বললেন বিডিআরের এসিস্ট্যান্ট ডিরেক্টর তৌহিদ নিজেই নিজেকে বিডিআরের ডিজি বা কমান্ডার বলে আত্মপ্রচারণা চালিয়েছে। আসলে মাননীয় নেত্রী কি আমাদের সবাইকে পাগল বা অন্ধ ভাবছেন। সেদিন এডি তৌহিদকে সাথে নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বিডিআরের যারা কর্মরত আছেন তাদের মাঝে এডি তৌহিদ সিনিয়র মোস্ট। তাই তাকে আমরা বিডিআর পিলখানার কমান্ডারের দায়িত্ব দিয়েছি।

এবং তার নেতৃত্বে সকল জওয়ান অস্ত্র সমর্পন করার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানান। এবং তার কথার ভিত্তিতেই তৌহিদ সবাইকে নিয়ে অস্ত্র জমা দেন। আর মাননীয় প্রধানমন্ত্রী এখন কি বলছেন। কিছুক্ষণ আগে অসমর্থিত সূত্রে জানতে পারলাম আজ রাতে সেনাসদস্যরা অভিযানে নামছে। তার কারণ হিসেবে জানতে পারলাম যে সকল বিদ্রোহী জওয়ান এখনও পিলখানায় রিপোর্ট করেনি।

এবং পালিয়ে আছে তাদেরকে গ্রেফতারের জন্যই এ অভিযান পরিচালিত হতে পারে। কেউ যদি আমার চাইতেও বেশি জানেন তাহলে প্লিজ পোষ্টে জানান। আর মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা আপনার কানে পৌছুক না পৌছুক তবুও আমি বলবোই- আমাদের যে সকল দক্ষ অফিসার দেশের জন্য শাহাদাৎ বরণ করলেন তাদের রক্ত এখনো শুকায়নি। এ মাটির জন্য যারা জীবন দিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা দু্ই নেত্রী অন্তত সংযত আচরন করুন প্লিজ। আপনার কাঁদা ছুড়াছুড়ি করলে আবারও তৃতীয় কোন অপশক্তি সুযোগ খুজে নিবে।

এবার একটু শক্ত হাতে দেশের হাল ধরুন। আমরা কথায় খুশি হতে চাইনা। কাজ করে দেখান আপনি সত্যিই দেশের শ্রেষ্ট প্রধানমন্ত্রী। তবেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে পৌছতে পারবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.