আমাদের কথা খুঁজে নিন

   

সত্যটা বলতে শিখুন

inveterate to Create শেখ হাসিনা আসলে বেগম খালেদ জিয়াকে নিয়ে দিন-রাত ভাবেন। খালেদা জিয়া কি করবেন তা নিয়েও ওনার চিন্তার শেষ নেই। উনি আসলে অনেকদিন ধরে খালেদা জিয়ার কর্মকান্ড দেখে বুঝতে পেরেছেন যে, তিনি দিশেহারা হয়ে পড়েছেন। আর এ জন্য তিনি তার অন্তর নিংড়ানো উপদেশ বাক্য বারবার খালেদার তরে রেখে যাচ্ছেনঃ “আপনারা গণতন্ত্রের পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন। গণতন্ত্র এমন একটা ব্যাপার যা কাউকে দিয়ে জোর করিয়ে পালন করানো যায় না।

খালেদা হয়তবা চাইছেন না গণতন্ত্রের পথে আসতে। এর পিছনে হাজার কারন তো অবশ্যই আছে। গণতন্ত্রের একটা সুবিধা, যদি বিচার হয় তা যেন নিরপেক্ষ ভাবে হয়। যে বিচারে ঘোলাটে ভাব থাকবে, সে বিচারে পক্ষপাতিত্ব থাকাটা তো স্বাভাবিক। আর একটা গণতান্ত্রিক দেশের নিরপেক্ষ বিচারক হল তার জনগণ।

কিন্তু সেই জনগণের সুযোগটাই যখন আপনি বন্ধ করে দিচ্ছেন, তখন গণতন্ত্র বলে দেশে কি কিছু আছে? খুব তো বললেন – “তত্ত্বাবধায়ক সরকার এলে খালেদা জিয়াকে আবারো ‘জেলের ভাত’ খেতে হবে,এতে কোনো সন্দেহ নেই- এটা উনার মনে রাখা উচিত। কেউ উনাকে ছাড়বে না। ” অবশ্য ইতিহাসই আপনার কথার প্রমাণ। “তারেক-কোকো দুই ভাই, পথে পেল দুইটা গাই, কোকো কয় – একটা চাই, তারেক কয় – দুইটাই চাই। ” আপনি খালেদা জিয়াকে ভয় দেখাচ্ছেন আবার জেলে যাবার।

কিন্তু, কথা থেকেই যায়। আপনি নিজে কতটুকু সৎ? সারাদেশে দূর্নীতির যে আখড়া খুলে বসেছেন, তার ভেজা বেড়ালটা যাতে বের হয়ে না যায়, এজন্যই এত হুড়োহুড়ি করে তত্বাবধায়ক সরকার আইন বাতিল করলেন। আসলে চালাক শেয়ালের থেকেও ধুর্ত আপনারা। তত্বাবধায়ক সরকার থাকলে আপনাদের গলায়ও দড়ি পড়তে পারে-এটাই তো আপনাদের ভয় তাইনা?? সত্যটা বলতে শিখুন। শুধু শুধু কেন খালেদাকে দোষারোপ করছেন?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.