ঢাকা, ৩০ নভেম্বর (শীর্ষ নিউজ ডটকম): হরতালে সংবাদ সংগ্রহের সময় পুলিশের নির্মম প্রহারে শীর্ষ নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ ও সমকালের স্টাফ রিপোর্টার রাজিব আহমেদ গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ দুসাংবাদিককে
প্রায় ৫ ঘণ্টা থানায় আটকে মানসিক নির্যাতনের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। আহত সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকেলে হরতাল চলাকালে জজকোর্টের সামনে কোতোয়ালি থানা পুলিশ ২ পিকেটারকে আটক করে। এ সময় শীর্ষ নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার হাসানাইন ইমতিয়াজ নিউজের জন্য আটককৃতদের পরিচয় জানতে চান।
এতে কোতোয়ালি জোনের এসি সালাউদ্দিন এবং ওসি সালাহ উদ্দিন খান ক্ষিপ্ত হয়ে তার পরিচয় জানতে চাইলে ইমতিয়াজ তাদেরকে পরিচয়পত্র দেখান। এ সময় পরিচয়পত্র ছুড়ে ফেলে তারা সাংবাদিক ইমতিয়াজকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশের হামলা থেকে রক্ষা পাননি তিনি। এক পর্যায়ে পুলিশ তাকে গাড়িতে তুলে নেয়। এ সময় সমকালের স্টাফ রিপোর্টার রাজিব আহমেদ ছুটে আসলে তাকেও পেটাতে পেটাতে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ তাদের শুধু শারীরিক নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। এ ২ সাংবাদিককে থানায় প্রায় ৫ ঘণ্টা আটক রেখে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে অন্যান্য সাংবাদিকের হস্তক্ষেপে মুচলেকা নিয়ে তাদের সন্ধ্যা ৭টায় ছেড়ে দেয় পুলিশ।
এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িত পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।