আমাদের কথা খুঁজে নিন

   

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত



মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ সব প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশবাসীকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল গতকাল সোমবার শেষ হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া প্রায় অর্ধঘণ্টা স্থায়ী মোনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। লাখ লাখ মুসলি্লর ক্রদন রোল আর আমিন আমিন ধ্বনিতে গোটা মাহফিল এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মোনাজাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজত এবং বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য বিশেষভাবে কল্যাণ কামনা করা হয়। মোনাজাতের আগে ফজরের নামাজের পর শেষ বয়ানে চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আল্লাহর আইন বাদ দিয়ে যে বা যারা মানুষের আইন মানে, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক তার ইমান নেই।

সে যত নামাজ পড়বে, সে নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে জনগণের আইন প্রতিষ্ঠার কথা বলা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি আরও বলেন, আগুন-বাতাস-পানির ওপর দিয়ে হাঁটা কোনো বুজুর্গি নয়। অলি-আউলিয়াদের মত অনুযায়ী বুজুর্গি হলো ফরজ, ওয়াজিব, সুন্নত ও মোস্তাহাব মেনে চলা। যেসব পীর মুরিদের স্ত্রীর সঙ্গে দেখা দেয়, দাড়ি কামায়, জামাতে নামাজ পড়ে না, তারা কোনোদিন আল্লাহর অলি হতে পারে না।

চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব ব্যাপারে সবাইকে সচেতন থাকার পাশাপাশি ইসলামী শরিয়াহ্ মোতাবেক কাজ করার নির্দেশ দেন। মোনাজাত শেষে সারাদেশ থেকে আসা মুসলি্লরা হাজার হাজার বাস, লঞ্চ ও ট্রলারে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। গত শুক্রবার জুমার নামাজের পর এ মাহফিল শুরু হয়েছিল। সূত্র সমকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.