আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহাসিক চরমোনাই মাহফিল



ইসলামের দর্শনে অনুপ্রাণিত নবী সাঃ এর আদর্শের প্রতিচ্ছবি মহা এক নায়কের পরিচালনায় বিগত ৮৪ বৎসরের এক ঐতিহাসিক ''আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার'' এর পাঠশালা দেশ বরেণ্য ওলামা মাশায়েখ গণের আল্লাহর ভালোবাসায় শিক্ত এক মিলন মেলা রহমত,মাগফিরাত, আর নাজাতের সুউপদেশের এক ভান্ডার এই চরমোনাই মাহফিল । লাখ লাখ মুমিন তাদের কষ্ঠ উপেক্ষা করে শুধুই আল্লাহ ও রাসুল সাঃ এর নির্দেশনা শুনা ও তদানুযায়ী জীবনকে পরিচালনা করার উদ্দেশ্যে সমবেত হন এই চরমোনাই প্রাঙ্গণে। ধারনা করা বাংলার জমিনে বিশ্বইজতিমার পর লোক সমাগমে এই চরমোনাই মাহফিলের স্হান। আজ মাহফিলের দ্বিতীয় দিন লাখ মুমিন ভক্তের আল্লাহ ভীতি আর অজস্র অশ্রু বর্ষনে নেমে আসে আল্লাহর রহমত এই মহা সন্মেলনের বর্তমান কর্ণধার নবী সাঃ আর সাহাবাগণের রাঃ আর্দশে অনুপ্রাণীত সঠিক ও সত্যের বক্তা ন্যায়ের সাথে আপোশ কারী ন্যায় নিষ্ঠা আর সততার চাবিকাঠি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আমি তার সার্বিক মঙ্গল কামনা করি, এবং চলমান মাহফিলের সফলতা কামনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.