পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
হুজোগে বাংগালী এতটাই হুজোগে যে হিন্দি গান ছারা কিছুই বুঝে না। বাংলা গান শুনা আজকাল পেস্টিজের ব্যাপার। একটু মডার্ন হলে ইংলিশ পপ মিউজিক। ইংলিশও যে ক্লাসিক স্লো সং হয় তা অনেকেরই জানা নেই।
অন্যান্য ভাষায় ও যে কত ভাল ভাল মিউজিক হয় তা খুজ নেবার সময় কার আছে। হিন্দি সিনেমার অনেক হিট সং আছে যা সম্পুর্নভাবে আরবি গানের মিউজিক চুরি করে করা। আজ আমি আপনাদের সাথে পাঁচটি এরাবিক আধুনিক গানের ভিডিও শেয়ার করলাম, একবার শুনেদেখুন আপনি প্রেমে পরে যাবেন। ভাল না লেগে যেতেই পারে না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগল।
১) বাসতান্নাক। (এ্যালিসা)। অসাধরন মিউজিক।
২) আলা-বালি। (আলিসা)।
আমার শুনা স্রেষ্ঠ মিউজিকের মধ্যে একটি। প্রতিদিন কয়েক বার শুনা হয়।
৩) সবাহ & রোলা'র অনন্য সৃষ্টি একটি মিউজিক ভিডিও। এক অসাধারন ভিডিও, সম্পুর্ন না দেখলে বুঝতে পারবেন না।
৪) কুল্লেনা ইনসান।
(আমরা সবাই মানুষ)। শিল্পিঃ সামিরা সাঈদ। তিন ভাষায় তৈরি এক অসাধারন গান।
৫) আদ্দুনিয়া হেলওয়া। (নানসি আজরাম)।
আরবের পপুলার মিউজিকের মধ্যে একটি।
গান গুলোর এমপি থ্রি------------
১) http://www.mawaly.com/music/Elissa/track/6938
২) http://www.mawaly.com/music/Elissa/track/45096
৩) Click This Link
৫) Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।